• facebook
  • twitter
Thursday, 17 April, 2025

কুলতলিতে গুলি, জখম এক আটক চার

সাধন মন্ডল নামে এক ব্যক্তিকে লক্ষ করে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদল গুলি চালালে পায়ে গুলি লাগে। জখম সাধন বাবু কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন বিপদমুক্ত

প্রতীকী ছবি (File Photo: iStock)

১৫ জানুয়ারি বৃহস্পতিবার রাতে কুলতলির জালাবেরিয়া অঞ্চলে। ইটভাটার কাছে সাধন মন্ডল নামে এক ব্যক্তিকে লক্ষ করে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদল গুলি চালালে পায়ে গুলি লাগে। জখম সাধন বাবু কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন বিপদমুক্ত।

এই ঘটনায় সন্দেহভাজন চার জনকে আটক করেছে কুলতলি থানার পুলিশ। বারুইপুর পুলিশ জেলা সূত্রে জানা গেল, বর্ধমানের বাসিন্দা সাধন মন্ডল কুলতলির বাসিন্দা মহাদেব মণ্ডলের কাছ থেকে লিজ নিয়ে ইটভাটা চালাচিছল। দুজনের মধ্যে আইন গত ঝামেলা চলছিল।

এর জেরে গুলি চলেছে কীনা পুলিশ খতিয়ে দেখছে। গুলিতে জখম সাধন মণ্ডলের সাথে কথা বলে পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।