আগামী কয়েকদিনে কমবে তাপমাত্রা, বঙ্গে শীঘ্রই শীত?

ভোরে কুয়াশা। সঙ্গে উত্তুরে হাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নামতে শুরু করেছে পারদ। পারদপতন হলেও শীতের আগমন নিয়ে পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, উত্তুরে হাওয়ার দাপটে পারদ পতন অব্যাহত থাকবে। উইকেন্ডে রাজ্য জুড়ে শীতের আমেজ থাকবে। আগামী কয়েকদিনে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত কমবে তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলদিয়াসের আশপাশে রয়েছে। অন্যদিকে পশ্চিমের জেলা পুরুলিয়ার তাপমাত্রা ১৫-র নীচে ঘোরাফেরা করছে। জেলায় জেলায় পারদপতন অব্যাহত থাকলেও আপাতত শীত আসতে কিছুটা হলেও দেরি রয়েছে।

পার্বত্য এলাকা ছাড়া বঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনোই থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে সকালের দিকে কুয়াশার দাপট দেখা যাবে। ফলে দৃশ্যমানতাও কিছুটা কম থাকবে।


দক্ষিণবঙ্গের উপকূল ও উত্তরবঙ্গ সংলগ্ন ৬ জেলায় মাঝারি কুয়াশা থাকবে সকালের দিকে। শনিবার ঘন কুয়াশায় ঢাকবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকা। দৃশ্যমানতা কোথাও ৫০ মিটার ছুঁতে পারে। কলকাতায় সকালে দিকে হালকা কুয়াশা দেখা যাবে। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নামতে পারে। উইকেন্ডে মনোরম আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে।

আজ, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪০ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২০ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।