শীঘ্রই বিদায় নিচ্ছে শীত। এবার স্থায়ীভাবে বাড়তে চলেছে তাপমাত্রা। আগামী মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। এরই মধ্যে আবার বৃষ্টির ভ্রূকুটি। বুধবার থেকে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। টানা দু’দিন চলবে বৃষ্টি। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে। শনিবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।
কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলিতে। শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায়।
আগামী কয়েকদিনের মধ্যে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে। তার প্রভাবে দক্ষিণ-পূর্ব বাতাসে ভর করে জলীয় বাষ্প ঢুকবে। উত্তর পশ্চিমের শীতল বাতাসের সংস্পর্শে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গেও। তবে তুষারপাতের পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতি এবং শুক্রবার হালকা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে।