আরও কমতে পারে শীত, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা

ফাইল চিত্র

পশ্চিমী ঝঞ্ঝার দাপটে চলতি সপ্তাহে শীতের দেখা মিলবে না বাংলায়। আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে তাপমাত্রা। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বঙ্গের জেলাগুলিতে। তবে তাপমাত্রা বৃদ্ধি পেলেও আগামী কয়েকদিন কুয়াশার দাপট অব্যাহত থাকবে। এর জেরে সড়ক পথে যাতায়াত ব্যাহত হতে পারে। প্রভাব পড়তে পারে বিমান চলাচলেও। উত্তরের কয়েকটি জেলায় আগামী সপ্তাহের শুরুতে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে। তাই জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে কুয়াশার দাপট দেখা যাবে। রবিবার অর্থাৎ ২৬ জানুয়ারি থেকে ফের উত্তুরে হাওয়া প্রবেশ করবে। সেই সঙ্গে অনুভূত হবে শীত।

উত্তরবঙ্গে আগামী সপ্তাহের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে। সোমবার বৃষ্টির সঙ্গে হতে পারে হালকা তুষারপাত। উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ থাকলেও তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না আগামী কয়েক দিনে। পূবালী হাওয়ার দাপট বাড়বে উত্তরের জেলাগুলিতেও। আপাতত দক্ষিণের সর্বত্র শুষ্কই থাকবে আবহাওয়া।