• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

ট্যাব কেলেঙ্কারি, কলকাতা পুলিশের হাতে ধৃত দুই

পুলিশ সূত্রের খবর, ধৃতদের ইতিমধ্যেই ইসলামপুর আদালতে হাজির করানো হয়েছে।

প্রতীকী ছবি।

জেলার পর খাস কলকাতার দুই স্কুলে ট্যাবের টাকা গায়েব হওয়ার অভিযোগ জমা পড়েছিল মঙ্গলবার। সেই ঘটনার তদন্তে নেমে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে দু’জনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। ধৃতদের নাম কৃষ্ণপদ বর্মন (৩৮) এবং শরিফুল ইসলাম (৪৫)।

মঙ্গলবার কলকাতার ঠাকুরপুকুর এবং যাদবপুর থানা এলাকার দুই স্কুল কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করেছিল ট্যাবের টাকা চুরির। অভিযোগ, ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প বাবদ মোট ৪৩ জন পড়ুয়ার ১০ হাজার টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকেছিল। তা নিয়ে লিখিত অভিযোগ দায়ের হয় সরশুনা এবং যাদবপুর থানায়। ঘটনার তদন্তে নেমে চব্বিশ ঘণ্টার মধ্যে দুই ব্যক্তিকে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। পুলিশ সূত্রের খবর, ধৃতদের ইতিমধ্যেই ইসলামপুর আদালতে হাজির করানো হয়েছে। সেখানে তাদের কলকাতায় নিয়ে এসে তদন্ত করার জন্য ট্রানজিট রিমান্ডের আবেদন জানাবে কলকাতা পুলিশ।