শুক্রবার গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে মেট্রো পরিষেবায় বদল, জেনে নিন বিশদে

কলকাতা মেট্রোর সিপিআরও কৌশিক মিত্র। ফাইল চিত্র।

আগামী শুক্রবার দেশজুড়ে পালিত হতে চলেছে গুরু নানক জয়ন্তী। এটি ‘এন আই অ্যাক্ট’-এর তালিকাভুক্ত ছুটি হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক, সরকারি অফিস, স্কুল-কলেজ, বেসরকারি নানা প্রতিষ্ঠানও। এই কারণে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এইদিন মেট্রো চলাচলে কিছু বদল আনার।

একঝলকে দেখে নেওয়া যাক কী সেই বদল।

ব্লু লাইন (দক্ষিণেশ্বর-কবি সুভাষ): মোট ২৩৬টি মেট্রো (১১৮টি আপ এবং ১১৮টি ডাউন) চলবে সারাদিনে। অন্যদিন এই সংখ্যাটি থাকে ২৮৮ (১৪৪টি আপ এবং ১৪৪টি ডাউন)।


সকাল ৬:৫০-এ দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো চলবে। একই সময়ে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রোও চলবে। ৬:৫৫ নাগাদ দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো চলবে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৭টা নাগাদ।

শেষ মেট্রো পরিষেবা চলবে নিম্নরূপ –
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ – রাত ৯:২৮
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর – রাত ৯:৩০
দমদম থেকে কবি সুভাষ – রাত ৯:৪০
কবি সুভাষ থেকে দমদম – রাত ৯:৪০

কবি সুভাষ এবং দমদম থেকে রাত ১০:৪০ মিনিটে বিশেষ ‘নাইট মেট্রো’ পরিষেবা অব্যাহত থাকবে।

গ্রিন লাইন (শিয়ালদহ-সেক্টর ফাইভ): মোট ৯০টি মেট্রো (৪৫টি আপ এবং ৪৫টি ডাউন) চলবে এইদিন, অন্যান্য দিনের ১০৬টি মেট্রো (৫৩টি আপ এবং ৫৩টি ডাউন)-এর বদলে। প্রতি ২০ মিনিট অন্তর মেট্রো চলবে এইদিন।

শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী মেট্রো পরিষেবা চালু হবে সকাল ৬:৫৫ নাগাদ। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী প্রথম মেট্রো চালু হবে সকাল ৭:০৫ নাগাদ।

শিয়ালদহ থেকে রাত সল্টলেক সেক্টর ফাইভগামী শেষ মেট্রো চলবে রাত ৯:৩৫ নাগাদ। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী শেষ মেট্রো চলবে রাত ৯:৪০ নাগাদ।

গ্রিন লাইন-২, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনের পরিষেবা রোজকার মতোই অপরিবর্তিত থাকবে।