জুলাইয়ে কলকাতা আন্তর্জাতিক বই মেলা

কলকাতা আন্তর্জাতিক বই মেলা, বাংলাদেশ হাইকমিশন, শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু, ত্রিদিব চ্যাটার্জি, গিল্ডে,

কলকাতা বইমেলা (File Photo: IANS)

করােনা অতিমারির কারণে এক বছর বন্ধ থাকার পর আবার অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা বই মেলা। ৪৫ তম কলকাতা আন্তর্জাতিক বই মেলা অনুষ্ঠিত হবে জুলাই মাসে।

এবছরে মেলার বিষয় বাংলাদেশ বলে জানান গিল্ডের সম্পাদক শুধাংশু শেখর দে ও সভাপতি ত্রিদিব চ্যাটার্জি।

এদিন প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত বাংলাদেশ হাইকমিশনের পক্ষে তৌফিক হাসান আগামী বই মেলায় বাংলাদেশের প্যাভিলিয়নের জন্য পাঁচ হাজার বর্গফুট জায়গা দেওয়ার অনুরােধ জানান। কারণ এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালিত হচ্ছে। এছাড়া বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী বর্ষ।