• facebook
  • twitter
Saturday, 29 March, 2025

রবিবার বন্ধ গ্রিন লাইনে মেট্রো

আগামী ২৩ মার্চ থেকে পরবর্তী নোটিশ না পাওয়া পর্যন্ত প্রতি রবিবার সম্পূর্ণ বন্ধ থাকবে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল।

ফাইল চিত্র

আগামী ২৩ মার্চ থেকে পরবর্তী নোটিশ না পাওয়া পর্যন্ত প্রতি রবিবার সম্পূর্ণ বন্ধ থাকবে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল। অর্থাৎ হাওড়া ও শিয়ালদহ থেকে মিলবে না মেট্রো পরিষেবা।

বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এর জেরে সমস্যায় পড়তে হতে পারে গ্রিন লাইনের মেট্রো যাত্রীদের যোগাযোগ ভিত্তিক ট্রেন নিয়ন্ত্রণ পদ্ধতি (সিবিটিসি) পরীক্ষার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল। কিন্তু শুধুমাত্র গ্রিন লাইনে প্রতি রবিবার বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) পরিষেবা স্বাভাবিক থাকবে। সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।