কোভিড আক্রান্ত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি হোম আইসোলেশনে রয়েছেন। একইসঙ্গে রাজ চক্রবর্তীও কোভিড আক্রান্ত হয়েছেন।
পজিটিভ রিপোর্ট এসেছে শুভশ্রীরও। গতকাল ফিল্ম ফেস্টিভ্যালের সাংবাদিক বৈঠকে শিশির মঞ্চে উপস্থিত ছিলেন পরম। তাঁর সঙ্গেই সেখানে ছিলেন, মন্ত্রী ইন্দ্রনীল সেন, অনন্যা চট্টোপাধ্যায়রা।
একের পর এক সংক্রমণ ঘটতেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বন্ধ করে দেওয়া হল।
গতকাল বলা হয়েছিল, ৫০ শতাংশ দর্শক নিয়ে চলচ্চিত্র উৎসব হবে। কিন্তু দেখা গেল ২৪ ঘণ্টার মধ্যেই সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ফিল্ম ফেস্টিভ্যাল আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। চলচ্চিত্র উৎসব আয়োজক কমিটির প্রধান রাজ চক্রবর্তী।
সূত্রের খবর, এদিন রাজের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে কথা হয়। তারপরই ফিল্ম ফেস্টিভ্যাল স্থগিত রাখার সিদ্ধান্ত জানানো হয়।
পরমব্রতর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পর প্রশ্ন উঠছে, গতকাল কি উপসর্গ নিয়েই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তিনি? ৭ জানুয়ারি থেকে ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হওয়ার কথা ছিল। চলত ১৪ জানুয়ারি পর্যন্ত।
নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু কোভিডের বাড়বাড়ন্তে আপাতত বন্ধই করে দেওয়া হল চলচ্চিত্র উৎসব।