কলকাতা ফটাফট (কলকাতা এফএফ)-এর ২৪ অক্টোবরের রেজাল্ট ঘোষিত: দেখুন ফলাফল

কলকাতা শহরে চলা লটারিগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হল কলকাতা ফটাফট লটারি। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই লটারি খেলছেন। করোনা অতিমারি এবং লকডাউনের সময়ে এই লটারির চাহিদা কমে যায়। গত কয়েক মাসে ফের পুরোনো জনপ্রিয়তা ফিরে পেয়েছে কলকাতা ফটাফট।

এক বা দু’বার নয়, গোটা দিনে আটবার খেলা হয় এই লটারি। সোম থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন ৮ বার খেলা হয়। আর ছুটির দিন রবিবার খেলা হয় ৪ বার। একাধিকবার খেলার সুযোগ তাই টাকা জেতার সুযোগও থাকে একাধিকবার। আবার এটাও ঠিক যে, একাধিকবার খেললে টাকা হারানোর সম্ভাবনাও বেড়ে যায়।

যারা কলকাতা ফাটাফট গেমটি খেলতে চান, তাদের কলকাতায় উপস্থিত থাকতে হবে। তার কারণ, কলকাতা ছাড়া আর কোনও শহরে এই লটারি খেলা হয় না। কলকাতা এফ এফ সিটি অথরিটি এই লটারি পরিচালনা করে।


২৪ অক্টোবরের প্রথম চার রাউন্ডের ফলাফল:

প্রথম রাউন্ড: এন্ট্রি নম্বর ২৫০

দ্বিতীয় রাউন্ড: এন্ট্রি নম্বর ৩৪৮

তৃতীয় রাউন্ড: এন্ট্রি নম্বর ১৭৮

চতুর্থ রাউন্ড: এন্ট্রি নম্বর ৪৫৭

বাকি থাকা রাউন্ডগুলির ফলাফল জানার জন্য, আপনি নীচের সময়সূচি অনুসরণ করতে পারেন কিংবা প্রতি ঘণ্টায় আপডেট চেক করুন

২৪ অক্টোবরের সমস্ত রাউন্ডের সময়সূচি:

প্রথম বাজি সকাল ১০:০৩

দ্বিতীয় বাজি সকাল ১১:৩৩

তৃতীয় বাজি দুপুর ১:০৩

চতুর্থ বাজি দুপুর ২:৩৩

পঞ্চম বাজি বিকাল ৪:০৩

ষষ্ঠ বাজি বিকাল ৫:৩৩

সপ্তম বাজি সন্ধ্যা ৭:০৩

অষ্টম বাজি রাত ৮:৩৩

অংশগ্রহণকারীদের নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইটগুলি চেক করার বা ২১ অক্টোবরের কলকাতা ফটাফটের আসন্ন ফলাফলের আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এই লটারি কলকাতা সহ গোটা দেশে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। সারা দিন ধরে জেতার সুযোগ দেয় কলকাতা ফটাফট।

বিঃ দ্রঃ – https://www.dainikstatesmannews.com কোনও ধরনের লটারি/সাট্টা/জুয়া খেলায় উৎসাহিত করে না। আপনি চাইলে ঝুঁকি নিয়ে খেলতেই পারেন। তবে কোনও প্রকার লাভ/লোকসানের জন্য Statesman দায়ী নয়।