ফের মা হলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। শনিবার সকালে তাঁর কোলে এলো এক কন্যা সন্তান। ঘর আলো করে লক্ষ্মীর আগমন ঘটায় খুশির রোশনাই নিসপাল সিং ও মল্লিক পরিবারে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সকালেই কোয়েল সোশ্যাল মিডিয়ায় এই সুখবর ছড়িয়ে দিয়েছেন অনুরাগীদের মধ্যে।
এদিকে প্রযোজক নিসপাল সিং ফের বাবা হতেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের তারকা, কলাকুশলী ও পরিচালকরা। শুভেচ্ছা জানিয়েছেন কোয়েলের অভিনয় জীবনের প্রথম নায়ক জিৎ। এছাড়া মিমি চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে শুভশ্রী সকলেই সামাজিক মাধ্যমে কোয়েলকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন।
প্রসঙ্গত ২০২০ সালে পুত্র সন্তানের জন্ম দেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। দুর্গাপূজার অষ্টমীর দিন কোয়েল তাঁর ছেলের নাম রাখেন কবীর। সেসময় সামাজিক মাধ্যমে ভক্তদের সেটা জানিয়েও দেন। এবার কোয়েল যে ফের মা হতে চলেছেন, এই বার্তাও দেন গত বছরের দুর্গাপুজোর সময়। এরপর নতুন অতিথির আগমনের প্রত্যাশায় দিন গুনতে শুরু করেন নিসপাল সিং রানে ও মল্লিক পরিবারের সদস্যরা।