• facebook
  • twitter
Tuesday, 1 April, 2025

দলীয় পদ ছাড়লেন খড়্গপুরের পুরপ্রধান

সরকারিভাবে দলীয় নির্দেশের কথা স্বীকার না করলেও তৃণমূল দলীয় সূত্রে জানা গিয়েছে কল্যাণীর পদ ছাড়ার পিছনে দলীয় নির্দেশ রয়েছে।

খড়গপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন খড়্গপুরের পুরপ্রধান কল্যাণী ঘোষ। সরকারিভাবে দলীয় নির্দেশের কথা স্বীকার না করলেও তৃণমূল দলীয় সূত্রে জানা গিয়েছে কল্যাণীর পদ ছাড়ার পিছনে দলীয় নির্দেশ রয়েছে।

বুধবার জেলা শাসকের ভিডিও কনফারেন্সে যোগ দেন কল্যাণী ঘোষ। ওইদিনই কলকাতায় তৃণমূল ভবনে মহিলা তৃণমূল কংগ্রেসের একটি জরুরী বৈঠক ছিল। এই বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল খড়গপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা খড়্গপুরের পুরপ্রধান কল্যাণী ঘোষের। কিন্তু জেলা শাসকের বৈঠকে থাকার দরুন তিনি এই বৈঠকে হাজির হতে পারেননি। কলকাতার বৈঠকে অনুপস্থিতির কারণ জানতে চেয়ে রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কল্যাণী দেবীকে ফোন করেন। জেলাশাসকের বৈঠকে থাকার দরুন তিনি কলকাতার বৈঠকে যোগ দিতে পারেননি বলে চন্দ্রিমা দেবীকে জানান কল্যাণী ঘোষ।

একই সঙ্গে একাধিক পদ সামলাতে অসুবিধে হচ্ছে এ কথাও তিনি রাজ্য সভানেত্রীকে জানান। এরপরই তাকে পদ থেকে সরে দাঁড়ানোর কথা বলা হয়। এরপরই শহর মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন কল্যাণী ঘোষ। পুরপ্রধান কল্যাণী ঘোষ বলেন, পুরপ্রধান হিসেবে কাজের চাপ অনেক বেশি। তাই মহিলা তৃণমূল কংগ্রেসের পদ সামলাতে অসুবিধে হচ্ছিল। নিজের ইচ্ছেতেই পদ ছেড়েছি। দলের কোন চাপ এর পিছনে নেই। আগামী দিনে যিনি সভানেত্রী হবেন তাঁকে সম্পূর্ণ সহযোগিতা করব। খড়গপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের আগামী সভানেত্রী পদে প্রিয়াঙ্কা শি এবং জয়া দাস ঘোষের নাম শোনা যাচ্ছে।