লখনউ, ২ অক্টোবর– মর্মান্তিক দুর্ঘটনা উত্তরপ্রদেশের কানপুরে । তীর্থযাত্রীবোঝাই একটি ট্রাক্টর ট্রলি ষষ্ঠীর রাতে হুড়মুড়িয়ে পড়ে গেল জলে। জলে ডুবেই মৃত্যু হয়েছে ২৬ জনের। গুরুতরভাবে জখম হয়েছেন আরও অন্তত কুড়িজন।ঘটনাটি ঘটেছে শনিবার রাতে কানপুরের ঘাট এলাকায়। উন্নাওয়ের চন্দ্রিকা দেবী মন্দির থেকে আসছিল যাত্রীবোঝাই ওই ট্রাক্টর ট্রলিটি। তার ভিতরে ৫০ জন তীর্থযাত্রী ছিলেন বলে জানা গেছে। কানপুরের কাছে আসতেই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। তারপর সেটি একটি পুকুরে পড়ে যায়।
ঘটনার পর যাত্রীদের উদ্ধার করতে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ এসে উদ্ধার কাজ শুরু করে। সূত্রের খবর এখনও পর্যন্ত এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২৬ জন যাত্রীর। মৃতদের মধ্যে বেশিরভাগই মহিলা এবং শিশু বলে জানা গেছে। আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় রাতেই তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।