ইডির নয়া ‘কিংপিন’ তত্ত্বে ফের জামিন আটকে গেল জ্যোতিপ্রিয় মল্লিকের। তাঁকে ‘প্রভাবশালী’ তকমাও দেয় ইডি। রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জামিন পেলে নিজের প্রভাব খাটিয়ে সমগ্র মামলায় প্রভাব ফেলতে পারেন তিনি, এমনটাই দাবি আর্থিক দুর্নীতি তদন্ত সংস্থার।
বুধবার জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মামলার শুনানির তারিখ ছিল। ইডির বিশেষ আদালতে জামিনের জন্য আবেদন করেছিলেন জ্যোতিপ্রিয়। সেই আবেদনের বিরোধিতা করে ইডি। ইডির ‘প্রভাবশালী’ তত্ত্বের বিরুদ্ধে আদালতের জিজ্ঞাসা, এখনও মন্ত্রী না থাকা সত্ত্বেও জ্যোতিপ্রিয় কীভাবে ‘প্রভাবশালী’ হতে পারে? তারই উত্তরে জ্যোতিপ্রিয়কে ‘কিংমেকার’ আখ্যা দেয় ইডি।
ইডির সওয়ালের জবাবে বিচারক জিজ্ঞাসা করেন, বর্তমানে মন্ত্রী পদে না থাকা সত্ত্বেও কীভাবে প্রভাব খাটাবেন জ্যোতিপ্রিয়? তার উত্তরে ইডির তরফে জানানো হয়, ‘কেউ কিং হন, কেউ কিং মেকার। এমনও কেস রয়েছে যেখানে দীর্ঘদিন ধরে স্যাংশন দেওয়া হচ্ছে না। কিং মেকাররা এত শক্তিশালী! উনি (জ্যোতিপ্রিয় মল্লিক) জামিন পেলে পুরো কেস প্রভাবিত হবে।’ শেষমেশ জামিন মেলেনি জ্যোতিপ্রিয়ের।
প্রসঙ্গত, রেশন সংক্রান্ত দুর্নীতি মামলায় তদন্ত চালিয়ে জ্যোতিপ্রিয়-সহ বেশ কিছুজনকে গ্রেপ্তার করেছিল আর্থিক তদন্ত দুর্নীতি সংস্থা ইডি। বাকিরা জামিন পেলেও এখনও ছাড়া পাননি জ্যোতিপ্রিয়। মামলার পরবর্তী শুনানির তারিখ ঠিক হয়েছে ২১ ডিসেম্বর। সেইদিনই জানা যাবে, তাঁকে জামিন দেওয়া হবে কিনা।