• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বিজেপি-তেই যোগ দিচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

কলকাতা, ৫ মার্চ: সব জল্পনার অবসান! মুখ খুললেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্পষ্ট করলেন নিজের রাজনৈতিক অবস্থান। আজ সাংবাদিক বৈঠক ডেকে জানিয়ে দিলেন, তিনি বিজেপি-তেই যোগ দিচ্ছেন। তাঁর যোগদানের সম্ভাব্য দিন আগামী ৭ মার্চ বলে জানান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ, মঙ্গলবার সদ্য হাইকোর্টের বিচারপতি পদে ইস্তফা দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘তৃণমূল নেতারাই আমাকে বারবার আক্রমণ করে

কলকাতা, ৫ মার্চ: সব জল্পনার অবসান! মুখ খুললেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্পষ্ট করলেন নিজের রাজনৈতিক অবস্থান। আজ সাংবাদিক বৈঠক ডেকে জানিয়ে দিলেন, তিনি বিজেপি-তেই যোগ দিচ্ছেন। তাঁর যোগদানের সম্ভাব্য দিন আগামী ৭ মার্চ বলে জানান অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আজ, মঙ্গলবার সদ্য হাইকোর্টের বিচারপতি পদে ইস্তফা দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘তৃণমূল নেতারাই আমাকে বারবার আক্রমণ করে রাজনীতির ময়দানে নামার জন্য অনুপ্রেরণা জুগিয়েছেন। সেজন্য আমি তাঁদের বিরোধী কোনও রাজনৈতিক দলে যোগ দিতে চলেছি।’

পাশাপাশি, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি ব্যাখ্যা করেন, কেন তিনি বাম কিংবা কংগ্রেসে যোগ দিচ্ছেন না। এব্যাপারে তিনি ব্যাখ্যা দেন,’আমি ঈশ্বর এবং ধর্মে বিশ্বাস করি, সেজন্য নাস্তিকবাদী বাম দলে যোগ দিচ্ছি না। তাছাড়া কংগ্রেস একটি জমিদার পরিবারের দল, সেজন্য কংগ্রেসেও যোগ দিচ্ছি না।’

এদিকে আজ বিচারপতির রাজনীতিতে যোগ দেওয়া প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, সংবিধানের কোথাও বলা নেই, বিচারপতিরা অবসর নেওয়ার পর রাজনীতিতে প্রবেশ করতে পারবে না। তাছাড়া, রাজনীতিতে দুর্বৃত্ততে ভরে গেছে, সেখানে স্বচ্ছ ও শিক্ষিত মানুষের আসার প্রয়োজন আছে। নাহলে দুর্নীতি রোধ করা যাবে না। সেজন্য তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন বলে দাবি করেন। এদিন রাজ্যের সাধারণ মানুষকে দুর্নীতি রোধে বিচারপতির উপদেশ,’আপনি অন্যায়ের প্রতিবাদ করতে না পারলেও অন্তত ‘না’ বলুন। তাহলেই অনেকটা কাজ হয়ে যাবে। শিড়দাড়াটা সোজা করুন, যেখানে বিবেক বলছে সমর্থন করতে পারছেন না, সেটাই করুন। খাটের তলায় শিড়দাড়া খুঁজবেন না, জানিয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।’

তিনি কবে থেকে বিজেপি-তে যোগ দেওয়ার ব্যাপারে কথা বার্তা বলেছেন? এবিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন,’আমি এক সপ্তাহ ছুটি নিয়েছিলাম। এই সময়ে আমি কোনও বিচারের কাজে অংশগ্রহণ করিনি। যাতে কেউ আমার বিচার প্রক্রিয়া ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে না পারে। এই সময়ে আমি বিজেপি-র কাছে রাজনীতিতে প্রবেশ করার ইচ্ছা প্রকাশ করি। সেসময়ই সিদ্ধান্ত হয়, আমি বিজেপি-তে যোগ দেব।’

সেই সঙ্গে তিনি লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন কি হচ্ছেন না, সেবিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিজেপি-র ওপরই ন্যস্ত করেছেন। তিনি বলেছেন, ‘রাজনীতি করলেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, এমন কোনও কথা নেই। আমাকে যে দায়িত্ব দেবে, আমি সেটাই দুর্নীতি মুক্তভাবে সম্পন্ন করার চেষ্টা করব। বিজেপি দুর্নীতিগ্রস্ত কিনা জানিনা। কিন্তু আমাকে দায়িত্ব দিলে, আমি দুর্নীতিমুক্ত রাখার চেষ্টা করব।’