দুটো এপিসোড সবে হয়েছে, ওয়েব সিরিজ লম্বা হবে, পার্থ-কাণ্ডে মন্তব্য সুকান্তর

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে নেমে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের বিশাল অঙ্কের আর্থিক দুর্নীতি উদ্ধার করল ইডি।

পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দু’টি বাড়ি থেকে প্রায় ৫০ কোটি টাকা এবং বিপুল সোনা রূপো, বহু কোটি টাকার সম্পত্তির হদিশ পেল ইডি।

এই টাকা ও সম্পত্তি উদ্ধার পর্ব নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য, সবে দুটো এপিসোড দেখা গেছে। অনেক লম্বা হবে ওয়েব সিরিজ। পরের পর্বগুলি আরও রোমহর্ষক হবে।


বুধবারই দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে এসেছেন সুকান্ত মজুমদার। তারপরই তাঁর এহেন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

প্রশ্ন হল, সুকান্ত মজুমদার কী ইঙ্গিত দিতে চাইলেন? আরও অনেক জায়গা থেকে নগদ টাকা, সম্পত্তি উদ্ধার হবে? নাকি আরও অনেকে এই আর্থিক দুর্নীতির সিরিজে চলে আসবে?

সুকান্ত মজুমদার অবশ্য জানিয়েছেন, অমিত শাহের সঙ্গে আমার কী কথা হয়েছে জানাব না।

ইডি তদন্তে নামার সঙ্গে সঙ্গেই যা তথ্য পেয়েছে, এক জন মন্ত্রীর থেকেই যে পরিমাণ সম্পত্তি উদ্ধার হচ্ছে, তা থেকেই স্পষ্ট হচ্ছে, এই দুর্নীতির সঙ্গে অনেকে যুক্ত। আমরা চাই সবার জেল হোক। আর সেটা হবেও।