দশ দফা দাবিকে সামনে রেখে টানা ১৭দিন ধরে জুনিয়ার চিকিৎসকেরা ধর্মতলায় ‘আমরণ অনশন’ রত ছিলেন। ১৭ দিনের মাথায়, গত সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ১০ দফা দাবিকে সামনে রেখে বৈঠকে বসেন জুনিয়ার চিকিৎসকরা। বৈঠক থেকে বেরিয়ে অনশনরত চিকিৎসকরা ধর্মতলার অনশন মঞ্চে উপস্থিত হয়ে জানান, ‘আমরণ অনশন’ প্রত্যাহার করছেন তাঁরা। এমনকি মঙ্গলবার আগে থেকেই জুনিয়ার চিকিৎসকদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, স্বাস্থ্য ধর্মঘটের। তাও তাঁরা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেন।
এবার আবারও মুখ্যসচিবকে চিঠি লিখলেন জুনিয়র চিকিৎসকরা। তবে এবার আর ১০ দফা দাবিকে সামনে রেখে নয়, ৬ দফা দাবি নিয়ে মুখ্যসচিবকে ইমেল করলেন পড়ুয়া চিকিৎসকরা।
ঠিক কোন কোন দাবিকে সামনে রেখে মুখ্যসচিবকে ইমেল করেছেন জুনিয়র চিকিৎসকরা?
জানা গিয়েছে, মেডিক্যাল কলেজগুলিতে সমস্যার দ্রুত সমাধান, টাস্ক ফোর্সের বৈঠক, সেন্ট্রাল রেফারেল সিস্টেম সর্বত্র চালু এবং সেই সংক্রান্ত তথ্য নিয়মিত দেওয়া সহ একগুচ্ছ দাবিকে সামনে রেখে এবার মুখ্যসচিবকে ইমেল করলেন আন্দোলনকারী চিকিৎসকরা।
বৃহস্পতিবার মধ্যরাতে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিলেন তাঁরা। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের স্পষ্ট দাবি, স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষার জন্য শুধুমাত্র কমিটি গঠন করাই যথেষ্ট নয়। কমিটিগুলির কাজ কতটা সক্রিয় এবং কার্যকর, তাও খতিয়ে দেখার দায়িত্ব সরকারের।
উল্লেখ্য, এর আগেও বারবার জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে সরকারি হাসপাতালের উন্নতিকরণের জন্য মুখ্যসচিবের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। এবারও তাঁদের পক্ষ থেকে সরকারি হাসপাতালের সমস্যাগুলিকে সামনে রেখে ই-মেল মারফত জানানো হল মুখ্যসচিবকে।