সিবিআই দপ্তর ঘেরাওয়ের ডাক চিকিৎসক সংগঠনের

আরজি কর মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে ৯০ দিন পরেও চার্জশিট দিতে পারেনি সিবিআই। এই কারণে আদালত এই মামলায় তাঁদের জামিন মঞ্জুর করেছে। সন্দীপ ও অভিজিৎ জামিন পাওয়ায় হতাশ আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। সিবিআইয়ের ভূমিকায় প্রশ্ন তুলে শনিবার সিবিআই দপ্তর ঘেরাও করার ডাক দিল চিকিৎসক সংগঠন সার্ভিস ডক্টর্স ফোরাম।

সন্দীপ এবং অভিজিতের জামিন মঞ্জুরের ঘটনায় সার্ভিস ডক্টর্স ফোরামের তরফে চিকিৎসক সজল বিশ্বাস বলেন, ‘সন্দীপরা যেভাবে জামিন পেলেন, তাতে আমরা ক্ষুব্ধ, হতবাক। তাঁদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে। সিবিআই তাঁদের গ্রেপ্তার করল। অথচ, তাঁদের বিরুদ্ধে ৯০ দিনের মধ্যে চার্জশিট দিতে পারল না! এটা গাফিলতি নয়, আমরা মনে করি এটা উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা। আমরা শনিবার সিবিআই দপ্তরে অভিযান চালাব।’

আর এক জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো বলেন, ‘কোথায় বিচার চাইবে সাধারণ মানুষ, সেই প্রশ্ন উঠে যায়। তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন উঠেছে। তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে ওই দু’জনের বিরুদ্ধে। তারপরও যদি এই অবস্থা হয়, তা হলে সাধারণ মানুষ কোথায় যাবেন?’


অপরদিকে সন্দীপরা জামিন পাওয়ায় হতাশ আরজি কর মেডিক্যালের মৃত চিকিৎসকের বাবা–মা। নির্যাতিতার মায়ের কথায়, ‘আমরা হতাশায়। বলার মতো কথা নেই। সিবিআই ৯০ দিনের মধ্যে চার্জশিট দেয়নি। তাই জামিন হয়ে গিয়েছে।’