বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে ঝাড়গ্রামে জয় জোহার মেলা

অসমে আদিবাসী মানুষের এখন নিজের বাড়িতে ঠাঁই নেই। তাঁরা এখন পশুর মতো অবস্থায় রয়েছে। আমি অসমে গিয়ে দেখে এসেছি। সে জায়গা থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট করে বলেছেন, আদিবাসী মানুষদের নিজের জায়গা থেকে কেউ তাড়িয়ে দিতে পারবে না। আদিবাসীদের জায়গা কেউ কেড়ে নিতে পারবে না। এদিন বুধবার ঝাড়গ্রাম জেলার জেলাস্তরীয় জয় জোহার মেলায় এসে একথা বলেন রাজ্যের বন দপ্তরের মন্ত্রী বীরবাহা হাঁসদা।

বিরসা মুন্ডার ১৫০-তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজ্যজুড়ে অনুষ্ঠিত হচ্ছে জয় জোহার মেলা। ঝাড়গ্রাম জেলার মেলা অনুষ্ঠিত হয় জামবনী ব্লকের পড়িহাটিতে। এই মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল, বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, ঝাড়গ্রাম পুরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, জামবনী ব্লকের বিডিও দেবব্রত জানা সহ প্রমুখ।

বীরবাহা হাঁসদা বলেন, বিভিন্ন জায়গায় গিয়ে আমি সেখানকার আদিবাসীদের অবস্থা দেখে এসেছি। সেই জায়গা থেকে আমাদের রাজ্য অনেক ভালো আছে। তাই সাধারণ মানুষের প্রতি আমার আবেদন এই ভাবেই নিজের এলাকাকে শান্ত রাখাবেন। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প এনেছেন। এখানেও বিভিন্ন দপ্তরের স্টল রয়েছে। সেখানে বিভিন্ন প্রকল্পগুলির সুযোগ-সুবিধা পাবেন। এই দু’দিন ধরে আপনারা এই স্টলগুলিতে গিয়ে খোঁজ-খবর নিয়ে দেখবেন, কোন কোন প্রকল্পগুলি আপনারা পেতে পারেন এবং কীভাবে পাবেন।


বীরবাহা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের কথা ভেবে দিনরাত পরিশ্রম করে বিভিন্ন প্রকল্প আমাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন। তাই তাঁকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসতে হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের জন্য যা ভাবেন, ভারতবর্ষের অন্য কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী সেভাবে ভাবেন না। ২০১১ সালের আগে এই এলাকায় কীভাবে ছিলাম, সেটা এই এলাকার মানুষ ভালো করে জানেন। ভারতের বিভিন্ন রাজ্যে আদিবাসী, দলিত মানুষজনেরা নির্যাতিত, শোষিত হচ্ছেন।