আরজি করের পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ঝাঁঝ ক্রমশই বাড়ছে। এবার সেই আন্দোলনকে সমর্থন জানাতে প্রতীকী অনশনে বসলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। রবিবার সকাল থেকে শহিদ মিনারের পাদদেশে ২৪ ঘণ্টার প্রতীকী আমরণ অনশনে বসেন তাঁরা। রয়েছেন সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ। অনশন কর্মসূচিতে যোগ দেন কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার কয়েকজন সদস্যও।