• facebook
  • twitter
Thursday, 17 April, 2025

জনসনের সিঙ্গেল ডােজের ট্রায়াল কলকাতায় 

আমেরিকার জনসন এন্ড জনসন কোম্পানি এবার করােনা রােধে সিঙ্গেল ডোজ আনলো। চলতি বছরের ফেব্রুয়ারিতে আমেরিকায় এর ছাড়পত্র মিলেছে।

জনসন এন্ড জনসন (Photo by Mark RALSTON / AFP)

মারণ ভাইরাস করােনার থাবায় বেসামাল বিশ্ব। ইতিমধ্যেই ভারতীয় দুই সংস্থা সিরাম এবং ভারত বায়ােটেক করােনা ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি চালাচ্ছে। তাতে দুটি ডােজ পেতে লম্বা লাইন এবং বিক্ষোভ চলছে অবিরত।

ঠিক এইরকম পরিস্থিতিতে আমেরিকার জনসন এন্ড জনসন কোম্পানি এবার করােনা রােধে সিঙ্গেল ডোজ আনলো। চলতি বছরের ফেব্রুয়ারিতে আমেরিকায় এর ছাড়পত্র মিলেছে। সেখানে ১৮ বছরের বেশি ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি চলছে। 

সংস্থার দাবি- করােনায় মাঝারি থেকে তীব্র সংক্রমকদের ক্ষেত্রে ৬৬% সফল এবং করােনায় গুরতরদের ক্ষেত্রে ৮৫% সফল এই ভ্যাকসিন। 

সারাদেশের ৬ জায়গায় এই ভ্যাক্সিন এর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হচ্ছে। যার মধ্যে কলকাতার পিয়ারলেস হাসপাতালে ১০০ জনকে বেছে নেওয়া হয়েছে এই ভ্যাকসিন পরীক্ষা করবার জন্য। পিয়ারলেসের চিকিৎসক শুভ্রজ্যোতি ভৌমিকের নেতৃত্বে এই ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে বলে জানা গেছে।