• facebook
  • twitter
Thursday, 17 April, 2025

কলকাতায় পরপর কর্মসূচির ডাক চাকরিহারাদের

বুধবার রাজ্যজুড়ে ডিআই অফিস অভিযানের পর বৃহস্পতি ও শুক্রবারও কলকাতার রাজপথে মহামিছিলের ডাক দিয়েছেন চাকরিহারাদের সংগঠন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আন্দোলনের ঝাঁজ বাড়াতে পরপর কর্মসূচির ডাক দিয়েছেন যোগ্য চাকরিহারারা। বুধবার রাজ্যজুড়ে ডিআই অফিস অভিযানের পর বৃহস্পতি ও শুক্রবারও কলকাতার রাজপথে মহামিছিলের ডাক দিয়েছেন চাকরিহারাদের সংগঠন। বৃহস্পতিবার শিয়ালদহ থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মিছিল করবেন চাকরিহারারা। শুক্রবার সল্টলেকের এসএসসি ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। সমাজের সকল স্তরের মানুষকে মিছিলে পা মেলানোর আহ্বান জানিয়েছেন চাকরিহারারা।

বুধবার সন্ধ্যা পর্যন্ত এই দুটি মিছিলের জন্য কোনও পুলিশি অনুমতি নেননি চাকরিহারারা। তাঁরা আদৌ পুলিশের কাছ থেকে অনুমতি চাইবেন কি না তা–ও স্পষ্ট নয়। এই আবহে চাকরিহারাদের এই দুটি কর্মসূচিকে কেন্দ্র করেও কলকাতা শহরে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ বাড়তি সতর্কতা অবলম্বন করবে বলে মনে করা হচ্ছে।

বুধবার সন্ধ্যায় শহিদ মিনারের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন চাকরিহারারা। তাঁদের প্রতিনিধি মেহবুব মণ্ডল জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ শিয়ালদহ স্টেশনে জমায়েত করবেন তাঁরা। সেখান থেকে রানি রাসমণি রোড পর্যন্ত যাবে মিছিল। শুক্রবার এসএসসি ভবন অভিযান করা হবে। সমাজের সকল স্তরের মানুষকে মিছিলে থাকার আহ্বান জানানো হলেও রাজনৈতিক নেতৃত্বকে মিছিল থেকে দূরে থাকার বার্তা দিয়েছেন চাকরিহারারা।