কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে ২৫ হাজার ৭৫২ জনের চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এর জেরে পথে নেমেছেন যোগ্য চাকরিহারারা। রবিবার শহিদ মিনারের পাদদেশে জমাতেয় করেছিলেন যোগ্য চাকরিহারারা। সেখানে চাকরিহারাদের একাংশ সিবিআইয়ের তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। পাশাপাশি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরা।
আজ সোমবার ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ ২০১৬–এর একটি সভায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সভায় মমতা ইতিবাচক বার্তা দেবেন বলেই মনে করছেন চাকরিহারারা। তার আগে রবিবার পথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন যোগ্য শিক্ষক–শিক্ষাকর্মীরা। তাঁদের দাবি, এই মামলায় সিবিআই তদন্ত করছে। অযোগ্যদের তালিকা সংক্রান্ত তথ্য তাঁদের কাছে ছিল। কিন্তু তদন্তকারী আধিকারিকরা সন্তোষজনক কোনও রিপোর্ট আদালতে পেশ করতে পারেননি। সেই কারণে এত যোগ্য শিক্ষক–শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়েছে। চাকরিহারাদের দাবি, এই মামলায় সিবিআই তদন্ত করে তো তাহলে কোনও লাভই হল না। কারণ এই তদন্তের জন্য কোনও সুরাহা পেলেন যোগ্য চাকরিহারারা।
সিবিআইয়ের তদন্তের পাশাপাশি চাকরিহারারা সুপ্রিম কোর্টে পর্যবেক্ষন নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁরা কোনওভাবেই সুপ্রিম কোর্টের রায় মেনে নিতে পারছেন না। কীসের ভিত্তিতে শীর্ষ আদালত এই সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। যে সকল শিক্ষক শিক্ষাকর্মীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ ছিল তাঁদের তালিকা তৈরি করা হয়েছিল। যোগ্য চাকরিরতদেরও আলাদা করা হয়েছিল। কিন্তু তার পরেও সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে। সম্মিলিতভাবে তাঁরা সকলেই এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারকেও কাঠগড়ায় তুলেছেন চাকরিহারারা। তাই তাঁরা চান রাজ্যই এই সমস্যার সমাধান করুক।