রাজ্যের খাদ্য সুরক্ষা ও সঞ্চয় ভান্ডারের ওপর জোর দিলেন জিতেন্দ্র সরিন

এফ সি আই -এর রাজ্য উপদেষ্টা কমিটির দায়িত্বভার গ্রহণ করেছেন জিতেন্দ্র সরিন। তিনি এই দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক এবং খাদ্য ও গণবণ্টন মন্ত্রী বিএল বর্মার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। জিতেন্দ্র রাজ্যের খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করা ও খাদ্য সঞ্চয়ের ওপর গুরুত্ব আরোপ করেছেন। কেন্দ্রীয় খাদ্য দপ্তরের দিল্লির কার্যালয়েই এই গুরুত্বপূর্ণ বৈঠকটি করেন জিতেন্দ্র। সেখানে বাংলার কৃষকদের নিরাপত্তা ও খাদ্য বিতরণ সংক্রান্ত আলোচনা হয়। আলোচনায় বিশেষভাবে উঠে আসে রাজ্যে খাদ্য সুরক্ষা ও শস্য মজুত করার জন্য গুদামঘর তৈরির বিষয়টি।

জিতেন্দ্র সরিন বলেছেন যে, রাজ্যে খাদ্য মজুত রাখার বিষয়ে গুদামঘর নির্মাণে সমর্থন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। যাতে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে ২৫ মেট্রিক টন, কোচবিহারে ৫০ মেট্রিক টন খাদ্য মজুতের জন্য গুদাম বানানো যায়। এছাড়া বীরভূম, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান জেলায় ২৫ টন করে খাদ্য সঞ্চয়ের জন্য গুদাম নির্মাণের বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৫০ মেট্রিক টন ও মুর্শিদাবাদের জঙ্গিপুরে ৭৫ মেট্রিক টন খাদ্য মজুতের জন্য গুদাম নির্মাণের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। জিতেন্দ্র সরিন জানিয়েছেন, রাজ্যে কৃষকদের শস্য উৎপাদন ও সংরক্ষণে নিশ্চয়তা প্রদানে সরকার প্রতিজ্ঞাবদ্ধ।