হাওড়া স্টেশন থেকে উদ্ধার ৬০ লক্ষ টাকার গয়না

হাওড়া স্টেশন থেকে সোনা-রুপোর গয়না এবং নগদ-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল আরপিএফ। উদ্ধার হওয়া গয়নার পরিমাণ প্রায় ৭৭০ গ্রাম। এছাড়া উদ্ধার হয়েছে ৪০ হাজার টাকা। ধৃত ব্যক্তি বিহারের বাসিন্দা। ওই ব্যক্তি কোনও চক্রের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরপিএফ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ১৩০২৩ হাওড়া-গয়া এক্সপ্রেসের একটি এসি কামরায় হানা দেয় একটি দল। ১০ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ঢোকার কিছুক্ষণের মধ্যেই হানা দেয় তাঁরা। সেই সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে বসে থাকতে দেখে আধিকারিকেরা।

আরপিএফ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করতেই ওই ব্যক্তি অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করেন। ওই ব্যক্তির ব্যাগে তল্লাশি চালাতেই বিপুল পরিমাণ গয়নার হদিশ মেলে। এরপর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে আরপিএফ। আরপিএফ সূত্রে খবর, ধৃতের নাম হরিশকুমার বর্মা (৪৬)। তিনি বিহারের ভাগলপুরের বাসিন্দা।


আরপিএফ সূত্রে খবর, সোনার লকেট, হার, রিং, চেন, কানের দুল, চুড়ি-সহ নানা গয়না উদ্ধার হয়েছে। তিনটি রুপোর মূর্তিও উদ্ধার হয়েছে। এছাড়া নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করেছে আরপিএফ। হাতে লেখা দুটি রসিদও মিলেছে ওই ব্যক্তির ব্যাগ থেকে। ধৃতের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

কোথা থেকে ওই সোনা পেলেন ধৃত ব্যক্তি, তা খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে এই বিপুল পরিমাণ গয়না নিয়ে তিনি কলকাতায় হাজির হলেন, তা ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের। উদ্ধার হওয়া গয়না-সহ ধৃতকে আয়কর বিভাগের হাতে তুলে দিয়েছে আরপিএফ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।