বর্ধমানের দুর্গা মন্দির থেকে ২৫ লক্ষ টাকার গয়না চুরি

মাঝরাতে দুর্গা প্রতিমার গা থেকে খুলে নেওয়া হল একের পর এক গয়না। কয়েক মিনিটে প্রায় ২৫ লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দিল চোর। চাঞ্চল্যকর এই ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের। নবমীর রাতে কেতুগ্রামের পাচুন্দির চট্টোপাধ্যায় পরিবারের দুর্গা মন্দিরে এই চুরির ঘটনা ঘটে। পুজোর রাতে মন্দির থেকে গয়না উধাও হয়ে যাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুরো ঘটনাটি সিসিটিভি ফুটেছে ধরা পড়েছে। সেই ফুটেজের উপর ভিত্তি করেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। চট্টোপাধ্যায় পরিবারের বাড়ির মধ্যেই পাকা মন্দির রয়েছে। রাতে সেই মন্দিরের লোহার গেটে বড় তালা দেওয়া থাকে। চোর অবশ্য সেই তালা ভেঙে ঢুকে সমস্ত গয়না নিয়ে চম্পট দেয়। গামছা দিয়ে ঢাকা থাকায় চোরের মুখের ছবি স্পষ্ট ধরা পড়েনি সিসিটিভি ক্যামেরায়।

দশমীর দিন ভোর থেকেই পুজো শুরু হওয়ার কথা ছিল। সেইমতো এদিন ভোরে বাড়ির লোকজন মন্দির চত্বর পরিষ্কার করছিলেন। সেই সময় দেখা যায় মন্দিরের তালা ভাঙা। তা দেখেই সন্দেহ হয় পরিবারের সদস্যদের। এরপর মন্দিরে গিয়ে দেখা যায় দুর্গা প্রতিমার মাথায় থাকা মুকুট গিয়েছে। শুধু মুকুটই নয়, অন্যান্য গয়নাও সাবাড় করে দিয়েছে চোর। পরিবারের সদস্যদের বক্তব্য, কমপক্ষে ২৫ লক্ষ টাকার গয়না চুরি হয়েছে। পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন তারা।


মন্দিরে সিসিটিভি লাগানো ছিল। সেই ফুটেজ নিয়েছে পুলিশ। ওই ফুটেজে দেখা গিয়েছে, রাত ১২টা ৪৮ মিনিট নাগাদ এক দুষ্কৃতী মন্দিরে ঢুকে ছিল। গামছায় মুখ ঢাকা ওই দুষ্কৃতী মাত্র ৮ মিনিট মন্দিরে ছিল। তার মধ্যেই যাবতীয় গয়না নিয়ে চম্পট দেয় সে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে পাশাপাশি এলাকাবাসীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও পর্যন্ত চুরি যাওয়া গয়না উদ্ধার হয়নি।