সিবিআই তদন্ত চাইলেন জয়নগরের নির্যাতিতার পরিবার 

জয়নগরে নিহত নাবালিকার পরিবারও আস্থা রাখল না পুলিশে , মেয়ের মৃত্যুর সিবিআই- তদন্ত  চাইলেন তাঁরা। নাবালিকার পরিবারের অভিযোগ, মেয়ের মৃত্যুর পর কোনও রকম সহযোগিতা মেলেনি পুলিশের তরফে।  পাল্টা নানাভাবে পুলিশের হাতে হেনস্থা হতে হয়েছে।  এমনকি পরিবারের সদস্যদের পুলিশ মারধর করে বলেও অভিযোগ।  নাবালিকার বাবা জানান, তিনি প্রথমে ক্যাম্প পুলিশের কাছে গেলে তাঁরা তাঁকে প্রত্যাখ্যান করেন।  বাবাকে বলা হয় কুলতলি থানায় যেতে। কুলতলি থানায় গেলে তাঁকে জয়নগর থানায় যেতে বলা হয়। নিহত নাবালিকার বাবার দাবি, প্রথমেই যদি তিনি ক্যাম্প পুলিশের সাহায্য পেতেন তবে হয়তো মেয়ের প্রাণ বাঁচানো সম্ভব হতো। একই প্রতিক্রিয়া নিহত নাবালিকার মায়ের। এই নারকীয় হত্যাকাণ্ডের পরও পুলিশের তরফে কোনও সাহায্য পাননি বলে অভিযোগ তাঁর।  পুলিশের তদন্তে তাঁর কোনও আস্থা নেই বলে জানিয়েছে নিহতের মা। নাবালিকার মা জানান, ‘আমরা সিবিআই তদন্ত চাইছি। দ্রুত অপরাধীদের শাস্তি হোক, অথবা আমাদের হাতে তুলে দেওয়া হোক।’