ফের অসুস্থ জেলবন্দি পার্থ

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ছবি: এএনআই।

ফের অসুস্থ হয়ে পড়লেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন। বৃহস্পতিবার রাতে তাঁর প্যানিক অ্যাটাক হয়েছে বলে খবর। এর জেরে বুকে ব্যথা শুরু হয় তাঁর। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় এসএসকেএম হাসপাতালে।

সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় ইডি–র বিশেষ আদালতে জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই ঘটনার পর অসুস্থ হয়ে পড়লেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। ২০২২ সালের ২২ জুলাই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় পার্থকে। গ্রেপ্তার হওয়ার ১৩ মাস পর কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেন তিনি। তবে তিনি জামিন পাননি। পাশাপাশি চার্জ গঠনে দেরি হওয়ায় বিচারপতির তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। এরপর গত বছরের অক্টোবর মাসে জামিনের জন্য শীর্ষ আদালতের দ্বারস্থ হন পার্থ। ইডির মামলায় ইতিমধ্যেই শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন পার্থ। তবে শর্তপূরণ না হওয়ায় জামিনের নির্দেশ বলবৎ হয়নি।

বৃহস্পতিবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সাক্ষীদের বয়ান সংগ্রহ করা হচ্ছিল। এদিন আদালতে উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ধনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়। আদালত কক্ষ থেকে বেরনোর সময় মামলা সংক্রান্ত বিষয়ে ১০ মিনিট আইনজীবীর সঙ্গে কথা বলেন পার্থ। সেই সময় অর্পিতা সেখানে চলে আসায় তাঁর সঙ্গেও কিছুক্ষণ কথা বলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। আদালত চত্বর থেকে বেরোনোর সময় অর্পিতাকে পার্থ বলেন, ‘আসি, ভালো থেকো।’ এদিনই রাতের দিকে অসুস্থ হয়ে পড়েন পার্থ। খবর দেওয়া হয়ে এসএসকেএম হাসপাতালে। তাঁর শারীরিক পরীক্ষা করানো হয়েছে বলে জানা গিয়েছে।