• facebook
  • twitter
Monday, 7 April, 2025

যাদবপুর কাণ্ডে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ সৃজনকে

বৃহস্পতিবারই সিপিএমের রাজ্য কমিটির সদস্য সৃজনকে নোটিশ পাঠিয়েছিল যাদবপুর থানার পুলিশ। শনিবার সন্ধ্যায় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল।

পুলিশের তলব পেয়ে শনিবার সন্ধ্যায় যাদবপুর থানায় হাজিরা দিলেন এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য। তাঁর কাছে যাদবপুর কাণ্ডের যে সমস্ত ছবি ও ভিডিও ফুটেজ রয়েছে তা নিয়ে সৃজনকে থানায় যেতে বলা হয়েছিল। জানা গিয়েছে, এসব ছবি ও ফুটেজ শনিবার থানায় জমা দিয়েছেন সৃজন। পাশাপাশি যাদবপুর কাণ্ড নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা।

এ দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের বয়ান নিতে কেপিসি হাসপাতালে গিয়েছিল পুলিশ। এছাড়াও অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রর বাড়িতে গিয়ে তাঁর বয়ান রেকর্ড করেছেন তদন্তকারীরা। উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। সেই এফআইআর–এ ব্রাত্য বসু ও ওমপ্রকাশ মিশ্রের নাম রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওমপ্রকাশের কালিকাপুরের বাড়িতে গিয়েছিলেন তদন্তকারীরা। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে শনিবারও পথে নেমেছিলেন এসএফআই সমর্থকরা। বিশ্ববিদ্যালয়ের সামনে মিটিং মিছিলে কোর্টের কড়াকড়ি থাকায় দমদমে মিছিল করেন তাঁরা।

জানা গিয়েছে, বৃহস্পতিবারই সিপিএমের রাজ্য কমিটির সদস্য সৃজনকে নোটিশ পাঠিয়েছিল যাদবপুর থানার পুলিশ। শনিবার সন্ধ্যায় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। যাদবপুরের ঘটনার তদন্তে সহযোগিতা করতেও বলা হয়েছিল তাঁকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাদবপুর কাণ্ড নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। যদিও পুলিশের তলব প্রসঙ্গে সৃজন বলেন, ‘আমাকে ডাকা হল কিন্তু অপরাধের সঙ্গে জড়িতদের ডাকা হল না।’

অপরদিকে, বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্তের সঙ্গে দেখা করতে শনিবার হাসপাতালে গিয়েছিলেন বিক্ষোভরত পড়ুয়ারা। ৪-৫ জনের একটি প্রতিনিধি হাসপাতালে গিয়ে উপাচার্যের হাতে পুষ্পস্তবক তুলে দেন। পড়ুয়াদের দাবি, সৌজন্যের খাতিরেই তাঁরা অসুস্থ উপাচার্যকে দেখতে এসেছিলেন। এদিন উপাচার্যের সামনে কোনও দাবি রাখা হয়নি।

News Hub