মেট্রোর সমস্যা দেখবে যাদবপুর বিশ্ববিদ্যালয়

কলকাতা মেট্রো (Photo: IANS)

ব্যারাকপুর পর্যন্ত নোয়াপাড়া মেট্রো সম্প্রসারণের কাজ বর্তমানে বড় চ্যালেঞ্জের মুখে। বিটি রোডের নীচে থাকা গুরুত্বপূর্ণ জলের পাইপলাইন নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। এই পাইপলাইনের ক্ষতি হলে কলকাতার বিস্তীর্ণ অংশে তীব্র জলসংকটের সৃষ্টি হতে পারে। কলকাতার পুরসভা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলি মেট্রো প্রকল্পের সঙ্গে এই সমস্যার মীমাংসার চেষ্টা করছে।

বিটি রোডের নীচে থাকা পাইপলাইনটি কলকাতার ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত, যা শহরের একটি বড় অংশে পানীয় জল সরবরাহ করে। এই পাইপলাইনে কোনো ধরনের ক্ষতি হলে শহরের প্রায় অর্ধেক অংশ জলশূন্য হয়ে পড়তে পারে বলে বিশেষজ্ঞদের মত। এই প্রসঙ্গে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানান, এমন পরিস্থিতি এড়াতে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বিষয়টি নিয়ে গবেষণার দায়িত্ব দেওয়া হয়েছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয় বর্তমানে এই পাইপলাইনের গঠন এবং মেট্রো সম্প্রসারণের কাজের প্রভাব নিয়ে বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করছে। তাদের রিপোর্টের ভিত্তিতেই কলকাতা পুরসভা এবং মেট্রো কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে। তবে এই সমস্যা সমাধানে যদি সময় বেশি লাগে, তাহলে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণের পরিকল্পনা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে।


এই সমস্যা নিয়ে শহরের বাসিন্দারা চিন্তিত। একদিকে শহরের পরিবহন ব্যবস্থার উন্নতি, অন্যদিকে পানীয় জলের সংকট এড়ানোর মধ্যে ভারসাম্য রক্ষা করা এখন কর্তৃপক্ষের কাছে বড় চ্যালেঞ্জ। মেট্রো সম্প্রসারণের কাজ স্থগিত থাকবে কি না. তা পুরসভা এবং মেট্রো কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তের উপর নির্ভর করছে।