কাশীপুরে যুবমোর্চা নেতা অর্জুন চৌরাসিযার মৃত্যুর জন্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব কেই পাল্টা কাঠগড়ায় দাড় করালেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ।
একদিকে যখন এই মৃত্যুর পিছনে সরাসরি রাজ্যের শাসক দলের হাত আছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের, এমনকী খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিবিআই তদন্ত চাইছেন, তখন গোটা ঘটনার ‘মাস্টার মাইন্ড’ বিজেপি বলে দাবী করলেন কুনাল ঘোষ।
তিনি বলেন,” কোনোও ইস্যু না পেয়ে দিল্লী থেকে আসা নেতার নাটকের মঞ্চ তৈরি করতে বিরোধী বা বিক্ষুব্ধ গোষ্ঠীর কর্মী বা সমর্থককে খুন করতে হলো না তো? তার কৈফযেত বিজেপি কে দিতে হবে।”
এখানেই শেষ নয়, তাঁর আরও বক্তব্য, ” যে ভাবে বিজেপির নেতারা পর পর বলা শুরু করলো, কোনও প্রমাণ ছাড়াই তৃণমূলের দিকে আঙুল তুলেছে, তাতে আমাদের ও অনেক প্রশ্ন আছে ।”
অমিত শাহের বঙ্গ সফরের মধ্যেই এই খুনের ঘটনা ঘটায় পাল্টা কুনাল ঘোষ বলেন,” দিল্লী থেকে নেতা এলো, ফ্লপ শো, লাশ চাই, মৃতদেহ চাই, নাটক করতে হবে, তাই বিদ্রোহী কোনও নেতার অনুগামীকে খুন করতে হলো না তো?”