• facebook
  • twitter
Saturday, 26 April, 2025

ওয়াকফ নিয়ে অশান্ত ভাঙড়

ইন্ডিয়ার সেকুলার ফ্রন্ট (আইএসএফ)–এর কর্মসূচিকে কেন্দ্র করে এ দিন সকাল থেকে দফায় দফায় ভাঙড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

গত কয়েকদিন সংশোধনী ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের কিছু এলাকা। সেখানে শান্তি ফিরলেও সোমবার প্রতিবাদের আঁচ গিয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। মূলত ইন্ডিয়ার সেকুলার ফ্রন্ট (আইএসএফ)–এর কর্মসূচিকে কেন্দ্র করে এ দিন সকাল থেকে দফায় দফায় ভাঙড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিস। লাঠির আঘাতে কয়েকজন আন্দোলনকারী জখম হয়েছেন। এরপর আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। কলকাতা পুলিসের গাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। উল্টে দেওয়া হয় প্রিজন ভ্যান। পুলিসের একের পর এক বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। ভস্মীভূত হয়ে যায় মোট পাঁচটি বাইক।

সোমবার সংশোধনী ওয়াকফ আইনের প্রতিবাদে কলকাতায় কর্মসূচির ডাক দিয়েছিল আইএসএফ। শিয়ালদহ থেকে ধর্মতলার বি আর আম্বেদকরের মূর্তি পর্যন্ত মহামিছিলের ডাক দেওয়া হয়েছিল। পাশাপাশি রামলীলা ময়দানেও কর্মসূচি ছিল তাঁদের। এই কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই শিয়ালদহ চত্বরে ভিড় জমিয়েছিলেন আইএসএফ কর্মীরা। তবে মিছিলের অনুমতি নেই বলে শিয়ালদহতেই মিছিল আটকে দেয় পুলিস। অন্যদিকে ভাঙড় থেকে যে সকল কর্মী সমর্থকরা কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁদেরও বৈরামপুরের কাছে বাসন্তী হাইওয়েতে আটকে দেওয়া হয়। ব্যারিকেড দিয়ে এলাকা ঘিরে রাখে পুলিস। আইএসএফ কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিসের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিস। এই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন। এরপরই গাছের গুঁড়ি ফেলে বাসন্তী হাইওয়ে অবরোধ করেন বিক্ষোভকারীরা। ভাঙড়ের শোনপুর এলাকায় এই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে। সোমবার বিকেলে পুলিসের গাড়িতে ভাঙচুর চালানো হয়। পাঁচটি বাইকে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা।

অন্যদিকে নিজের দলের কর্মী সমর্থকদের শান্তিপূর্ণ আন্দোলন করার বার্তা দিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। সোমবার দুপুরে শিয়ালদহে আয়োজিত সভায় তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যে ওয়াকফ সংশোধনী আইন চালু হবে না। এই আইনের প্রতিবাদেই শিয়ালদহে সমাবেশের আয়োজন করেছে আইএসএফ। কিন্তু সেখানে যেতে কর্মী সমর্থকদের বাধা দিয়েছে পুলিস। পুলিসি বাধার মুখে পড়ে যেহেতু ভাঙড় থেকে কর্মী সমর্থকরা কলকাতায় পৌঁছতে পারেননি সেই কারণে একটি পৃথক সভার ব্যবস্থা করার বার্তা দিয়েছেন নওশাদ। ভাঙড়ের অশান্তির ঘটনার পিছনে তৃণমূল কংগ্রেসের হাত থাকতে পারে বলে অভিযোগ করেছেন তিনি।