• facebook
  • twitter
Friday, 22 November, 2024

এবার কি মুখ্যমন্ত্রীর বাড়িতেও সিবিআই? ইঙ্গিত সুকান্ত’র।          

নিজস্ব প্রতিনিধি: রবিবার মাঝ রাতে বেহালার সভা থেকে সরাসরি দলীয় নেতা- কর্মীদের কাছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর প্রশ্ন ছিল,” আমার বাড়িতে সিবিআই গেলে,,,,,।”  আর মঙ্গলবার কার্যত সেই ‘ আশঙ্কা’রই ইঙ্গিত দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । মঙ্গলবার রাজ্যজুড়ে        ‘ খেলা হবে ‘ দিবসের ডাক দিয়েছে তৃণমূল।  আর আজই একাধিক দুর্নীতি ইস্যুতে

mamta banerjee

নিজস্ব প্রতিনিধি:

রবিবার মাঝ রাতে বেহালার সভা থেকে সরাসরি দলীয় নেতা- কর্মীদের কাছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর প্রশ্ন ছিল,” আমার বাড়িতে সিবিআই গেলে,,,,,।”  আর মঙ্গলবার কার্যত সেই ‘ আশঙ্কা’রই ইঙ্গিত দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । মঙ্গলবার রাজ্যজুড়ে        ‘ খেলা হবে ‘ দিবসের ডাক দিয়েছে তৃণমূল।  আর আজই একাধিক দুর্নীতি ইস্যুতে রাজ্যপালকে স্মারকলিপি  দিল বঙ্গ বিজেপির।  সকালে রাজভবনে যান  সুকান্ত মজুমদার , অগ্নিমিত্রা পলেরা।  সেখান থেকেই মুখ্যমন্ত্রীকে তোপ  দেগে সুকান্ত বলেন, “দুর্নীতিতে নাম জড়ালে মুখ্যমন্ত্রীর বাড়িতেও সিবিআই যাবে।” রাজ্যপাল লা গণেশনের সঙ্গে সাক্ষাৎ করে একাধিক দুর্নীতি নিয়ে তাঁর কাছে স্মারকলিপি  জমা দিয়ে একাধিক ইস্যুতে তোপ দাগেন তিনি। বলেন, “একদল মানুষ রাজনীতিকে উপার্জনের জায়গা বানিয়ে ফেলেছে। কিন্তু সেটা মেনে নেওয়া যায় না। রাজনীতি কোনওদিনও উপার্জনের জায়গা হতে পারে না।” এরপরই  অনুব্রত- পার্থ গ্রেপ্তারি প্রসঙ্গ তোলেন তিনি । সুকান্ত মজুমদারের দাবি, “যারা যারা দুর্নীতিতে জড়িত তাঁদের কেউ রেহাই পাবে না। অনুব্রতকে গোটা ঘটনার দায় নিতেই হবে। কারণ, সায়মল পুলিশ কর্মী ছিলেন। রাজনৈতিক নেতা পিছনে না থাকলে এত লেনদেন হতে পারে না।” এরপরই  মুখ্যমন্ত্রী কে নিশানা করে সুকান্ত বলেন, “যদি জানা যায়, মুখ্যমন্ত্রী জড়িত ওঁর বাড়িতেও সিবিআই যাবে।” মুখ খোলেন  খেলা দিবস নিয়েও,  তাঁর কথায়, “খেলতে আমরাও পারি। ওরা পুলিশকে সরিয়ে প্লে গ্রাউন্ডে আসুক। আমরা খেলব।”