দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ৪ হাজার কোটির বিনিয়োগ সম্ভাবনা

প্রতীকী চিত্র

শুক্রবার মেদিনীপুর শহরে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শহীদ প্রদ্যোৎ স্মৃতি সদনে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তরের উদ্যোগে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার শিল্পের আরও প্রসার ঘটাতে এবং শিল্প উদ্যোগীদের পাশে আরও বেশি করে থাকার বার্তা নিয়ে ‘সিনার্জি ২০২৪’-এর উদ্বোধন হল।

এই অনুষ্ঠানে রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নের জন্য সওয়াল করেছেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া। তিনি বেকার যুবক-যুবতীদের শিল্প তৈরিতে এগিয়ে আসার জন্য আবেদন জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তিনি বলেন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের অংশগ্রহণকারী শিল্পদ্যোগীদের কাছ থেকে ৪,১০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব পাওয়া গিয়েছে। ব্যাঙ্কঋণ সংক্রান্ত গত কয়েক বছরের হিসাব থেকে তাঁর আশা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় আগামী বছরগুলিতে মূল বিনিয়োগ ৮,২২০ কোটি টাকায় গিয়ে পৌঁছতে পারে। এর মাধ্যমে প্রায় এক লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।


এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা সভাধিপতি প্রতিভা মাইতি, জেলাশাসক খুরশিদ আলি কাদরি, পুলিশ সুপার ধৃতিমান সরকার, বিধায়ক দীনেন রায়, সুজয় হাজরা প্রমুখ। এছাড়াও ছিলেন কয়েকশো শিল্পোদ্যোগী। হাজির ছিলেন স্ব-সহায়ক দলের মহিলারাও।

প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরের কাঁথিতে কাজুবাদাম প্রক্রিয়াকরণ ক্লাস্টারের একটি সাধারণ পরিষেবা কেন্দ্র তৈরির জন্য ২.৪৬ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে কাজু প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত প্রায় ১৩০০ মানুষ উপকৃত হবেন।