• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

জেলা হাসপাতালে রক্তের পৃথকীকরণ চালু

আসানসোল- চিকিৎসা পরিষেবা সার্বিক উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রীর তথা স্বাস্থ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে মঙ্গলবার জেলা হাসপাতালে ব্লাড কম্পোনেট সেপারেশান ইউনিট বা রক্তের পৃথকীকরণ সেলের উদ্বোধন হয়। একই সাথে নদীয়ার কৃষ্ণনগর জেলা হাসপাতাল সহ বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর ও পঃ বর্দ্ধমান জেলা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতাল গুলিতে বিভিন্ন পরিষেবা চালু করা হল। এই পরিষেবা গুলি মুখ্যমন্ত্রী মমতা

জেলা হাসপাতালে রক্তের পৃথকীকরণ চালু

আসানসোল- চিকিৎসা পরিষেবা সার্বিক উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রীর তথা স্বাস্থ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে মঙ্গলবার জেলা হাসপাতালে ব্লাড কম্পোনেট সেপারেশান ইউনিট বা রক্তের পৃথকীকরণ সেলের উদ্বোধন হয়।

একই সাথে নদীয়ার কৃষ্ণনগর জেলা হাসপাতাল সহ বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর ও পঃ বর্দ্ধমান জেলা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতাল গুলিতে বিভিন্ন পরিষেবা চালু করা হল।

এই পরিষেবা গুলি মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জী কৃষনগর থেকে উদ্বোধন করেন। আসানসোল জেলা হাসপাতালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক প্রলয় রায়চৌধুরী, পুরসভার স্বাস্থ্য বিভাগের এমআইসি দিব্যান্দু ভগত, পূর্ণশশী রায়, মীর হাসিম প্রমুখ।

মহকুমা শাসক বলেন, এই ইউনিট চালু হওয়ার ফলে সাধারণ মানুষ প্লেটলেট থেকে বিভিন্ন বিষয়ে উপকৃত হবেন।