• facebook
  • twitter
Wednesday, 23 April, 2025

৬ দিন পর মুর্শিদাবাদে চালু ইন্টারনেট পরিষেবা

মুর্শিদাবাদ জেলায় চালু হল ইন্টারনেট পরিষেবা। টানা ৬ দিন মুর্শিদাবাদে বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা। দুই গোষ্ঠীর ঝামেলায় উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙা।

মুর্শিদাবাদ জেলায় চালু হল ইন্টারনেট পরিষেবা। টানা ৬ দিন মুর্শিদাবাদে বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা। নেট বন্ধ থাকায় পড়ুয়া থেকে শুরু করে ব্যবসায়ী, সাধারণ মানুষ সবাইকেই নাকাল হতে হচ্ছিল। সামান্য প্রয়োজনে মুর্শিদাবাদ ছেড়ে অন্য জেলায় যেতে হচ্ছিল তাঁদের। সেই ভোগান্তি থেকে রেহাই মিলল।

ইন্টারনেট না থাকার মুর্শিদাবাদে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা মিলছিল না। অপারেশনের কাজও প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। ব্যবসায়ীরা যেমন অনলাইন লেনদেন করতে পারছিলেন না, তেমনই কলেজে ভর্তি হতে সমস্যা হচ্ছিল পড়ুয়াদের। অনেকেই নেট সংক্রান্ত কাজের জন্য পাশের জেলা মালদহে যাচ্ছিলেন।

গত রবিবার থেকে মুর্শিদাবাদ জেলা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। শনিবার সকালে ইন্টারনেট পরিষেবা চালু হলেও বেলডাঙার এখনও পুলিশি টহলদারি চলছে। কার্তিক পুজোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর ঝামেলায় উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙা। ক্রমেই বেলডাঙার ব্লকে ব্লকে অশান্তি ছড়াতে থাকে।

এরপরই গোটা মুর্শিদাবাদ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছিল প্রশাসন। এদিকে হিংসার ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করেছে। বেলডাঙার সামগ্রিক পরিস্থিতি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। আদালত রাজ্যের পাশাপাশি কেন্দ্রের কাছেও রিপোর্টও তলব করে।

গত বুধবার বেলডাঙায় যাওয়ার কথা ছিল কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। সুকান্তর কনভয় কৃষ্ণনগরে পৌঁছতেই পুলিশ পথ আটকায়। এই নিয়ে তুমুল অশান্তির সৃষ্টি হয়। এর পরই ১২ নম্বর জাতীয় সড়কে বসে পড়েন সুকান্ত সহ বিজেপির নেতা-কর্মীরা। সেখান থেকে তাঁকে আটকও করা হয়।