নির্বাচনের দিনক্ষণ ঘােষণা হওয়ার সঙ্গে সঙ্গে আদর্শ আচরণ বিধি চালু হয়ে গিয়েছে। সেকারণেই সারা শহর জুড়ে একাধিক প্রকল্পের হোর্ডিং সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে।
৭২ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এই হাের্ডিং সরানাের জন্য। এরপর আর কোনও সরকারি বিজ্ঞাপন রাখা যাবে না।
এদিকে, বিভিন্ন পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি রয়েছে। এর ফলে নির্বাচনের আদর্শ আচরণ বিধি লঙ্ঘিত হচ্ছে বলে কমিশনে বুধবার অভিযােগ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
কমিশনের পক্ষ থেকে জানা গিয়েছে, ৭২ ঘণ্টা পর আর পেট্রোল পাম্পে মােদির ছবি রাখা যাবে না। অবিলম্বে ছবিগুলি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।