তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজে তথ্য বদল করা হয়েছে বলে অভিযোগ উঠল। এই ঘটনায় মেটা কর্তৃপক্ষের কাছে নোটিশ পাঠিয়েছেন অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু। তথ্য বদলের পাশাপাশি ফেসবুক পেজে অবাঞ্ছিত গতিবিধি হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
কয়েকদিন আগেই দেখা যায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজের বায়োতে তৃণমূলের নাম নেই। শুধুমাত্র সাংসদ ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক পরিচয় লেখা রয়েছে। কিন্তু এক্স হ্যান্ডলে দলের নাম ছিল। এই নিয়ে বিতর্কের আবহেই বৃহস্পতিবার জানা যায়, তথ্য বদলের অভিযোগ তুলে মেটাকে নোটিশ পাঠানো হয়েছে।
মূলত অভিষেকের ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডল দেখাশোনা করে ভোট কুশলী সংস্থা আইপ্যাক। প্রথমে আইপ্যাক জানিয়েছিল, অভিষেকের ফেসবুক পেজে দলের নাম রয়েছে। তবে বায়োতে দলের নাম ছিল না। ছিল পেজের নিচের দিকে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল পেজের ‘হাইপার লিঙ্ক’ও ছিল। এরপর বুধবার মেটার কাছে তথ্য অদলবদল করার অভিযোগ জানানো হয়। বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ্যে আসে।
এদিন দেখা যায় অভিষেকের ফেসবুক পেজের বায়োতে দলের নামের উল্লেখ রয়েছে। মেটাকে পাঠানো নোটিসে লেখা রয়েছে, অভিষেকের শুভাকাঙ্ক্ষীরা তাঁকে জানানোর পরে তিনি বিষয়টি সম্পর্কে অবগত হন। অভিযোগপত্রে মেটাকে আগের এবং পরের ‘স্ক্রিনশট’ দিয়ে কী বদল হয়েছিল তা দেখানো হয়েছে।