• facebook
  • twitter
Saturday, 18 January, 2025

ফের অনুপ্রবেশ, ধৃত দালাল-সহ ৩ বাংলাদেশি

গোপন সূত্রে খবর পেয়ে হাঁসখালি থানার পুলিশ শুক্রবার সকালে বিশেষ অভিযান চালায়। অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়।

নদিয়ার হাঁসখালির ভারত-বাংলাদেশ সীমান্তে ফের অনুপ্রবেশের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে সীমান্ত এলাকা থেকে তিন বাংলাদেশি নাগরিক ও এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের মধ্যে রয়েছে একজন মহিলা এবং দুজন পুরুষ। ধৃত মহিলার নাম তানিয়া আখতার। অন্য দুজন মহম্মদ অভি মিঞা ও মহম্মদ সুজ্জ্বল মিঞা। তারা বাংলাদেশের ঘনিগলা, দক্ষিণ মনোহরপুর এবং আক্তারইল্লা এলাকার বাসিন্দা। গ্রেপ্তার ভারতীয় দালাল শরিফুল মণ্ডল নদিয়ার হাঁসখালির রামনগর খিদিরপুর পাড়ার বাসিন্দা।

গোপন সূত্রে খবর পেয়ে হাঁসখালি থানার পুলিশ শুক্রবার সকালে বিশেষ অভিযান চালায়। অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের দাবি, সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ উত্তপ্ত পরিস্থিতির কারণে এই অঞ্চলে অনুপ্রবেশের ঘটনা বেড়েছে।

তবে প্রশ্ন উঠছে, শুধুই নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশি নাগরিকেরা সীমান্ত পেরোচ্ছে নাকি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে। এর আগে পশ্চিমবঙ্গ থেকে আনসারুল্লা বাংলা টিমের বেশ কয়েকজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তারা বাংলার মাটি ব্যবহার করে নাশকতার পরিকল্পনা করছিল।

শুক্রবার গ্রেপ্তার হওয়া বাংলাদেশিরা কেন দেশ ছাড়লেন এবং তাদের ভারতীয় দালালের সঙ্গে যোগসাজশের কারণ কী, তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তদন্তে উঠে আসতে পারে গুরুত্বপূর্ণ তথ্য।