• facebook
  • twitter
Sunday, 6 April, 2025

শপথের দিনেই একাধিক পুজো উদ্বোধন

কলেজ স্কোয়ার, বেহালা নতুন দল, হরিদেবপুর ৪১ পল্লী, অজেয় সংহতি, খিদিরপুর ২১ পল্লীর পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Photo:SNS)

বৃহস্পতিবার শপথ গ্রহণ করার বিধানসভায় কিছুক্ষণ কাটিয়ে পুজো উদ্বোধনে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। এদিন কলেজ স্কোয়ার, বেহালা নতুন দল, হরিদেবপুর ৪১ পল্লী, অজেয় সংহতি, খিদিরপুর ২১ পল্লীর পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রথমে কলেজ স্কোয়ারের পুজো উদ্বোধন করতে গিয়ে বললেন, কলেজ স্কোয়ার শুধু শিক্ষারই পীঠস্থান নয়, সংস্কৃতিরও পীঠস্থান। ২১ পল্লীর পুজোয় গিয়ে মায়ের ছবি আঁকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্ল্যাকবোর্ডে রেখায় ফুটিয়ে তুললেন মায়ের মুখ। ধন্যবাদ দিলেন স্বেচ্ছাসেবীদের।

বেহালায় গিয়ে সেখানকার নতুন দলের পুজোতে দেবী দুর্গার চোখ আঁকলেন মমতা। হরিদেবপুরে ৪১ পল্লীর পুজো উদ্বোধনের পরে যান এই অঞ্চলের অজেয় সংহতির পুজো উদ্বোধন করতে। এই অঞ্চলে ডেঙ্গুর প্রাধান্যের জন্য সচেতনতার বার্তা দিতে বলেন, এলাকা পরিষ্কার রাখুন। ডেঙ্গু একটু একটু হচ্ছে। সেটা যাতে না বাড়ে দেখবেন। সবাই মাস্ক পরবেন।

News Hub