শুক্রবার দুপুরে শুনানি শেষ হয়েছিল। কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ রায়দান স্থগিত রেখেছিল। সন্ধ্যার পর ডিভিশন বেঞ্চ তার রায়ে জানিয়ে দিল, কলকাতার ভোটে কেন্দ্রীয় বাহিনীর কোনও প্রয়োজন নেই।
কারণ কমিশন যা যা বলেছে, আদালতে তার উপর আস্থা রেখেছে ডিভিশন বেঞ্চ। ফলে কলকাতা হাইকোর্টে সিঙ্গল বেঞ্চের মতো ডিভিশন বেঞ্চেও খারিজ হয়ে গেল বিজেপির আবেদন। যদিও এদিন মামলার শুনানির নাটকীয় মোড় নিয়েছিল।
কেন্দ্রীয় সরকারের তরফে অতিরিক্ত সলিসিটিটর ওয়াই জে দস্তুর জানিয়েছিলেন, কেন্দ্রীয় বাহিনী প্রস্তুত। আদালত যদি নির্দেশ দেয়, তবে শনিবারের মধ্যেই বাহিনী ঢুকবে শহরে। এর জন্য ৬ ঘণ্টা সময় লাগবে।
প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ কেন্দ্রের কাছে জানতে চান, কোন বাহিনীকে তারা ব্যবহার করবে। জবাবে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটির জেনরেল ওয়াই জে দস্তুর জানান, সিআইএসএফ, বিএসএফের কথা।