• facebook
  • twitter
Friday, 22 November, 2024

শেষ বেলার প্রচারে বর্ধমানের খন্ডঘোষে তৃণমূলের মহামিছিলে জনজোয়ার

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ২২ মে– আগামী শনিবার দেশের ষষ্ঠ দফার নির্বাচনে বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা আসনের ভোট৷ তার আগে ওই আসনের পূর্ব বর্ধমানের খন্ডঘোষ বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস ভোট প্রচারে মহা মিছিলের আয়োজন করে৷ নেতৃত্ব দেন ব্লক সভাপতি তথা জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম৷ আর ওই শেষ বেলার ভোট প্রচারে কার্যত জনজোয়ার দেখা যায় মিছিলে৷ ব্লকের

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ২২ মে– আগামী শনিবার দেশের ষষ্ঠ দফার নির্বাচনে বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা আসনের ভোট৷ তার আগে ওই আসনের পূর্ব বর্ধমানের খন্ডঘোষ বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস ভোট প্রচারে মহা মিছিলের আয়োজন করে৷ নেতৃত্ব দেন ব্লক সভাপতি তথা জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম৷ আর ওই শেষ বেলার ভোট প্রচারে কার্যত জনজোয়ার দেখা যায় মিছিলে৷ ব্লকের বিভিন্ন গ্রামের হাজার হাজার কর্মী সমর্থকদের হাঁটতে দেখা যায় ওই মিছিলে৷ ওই মহা মিছিলে অংশ নেন বিষ্ণুপুর লোকসভা আসনের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল৷ ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সহ সভাধিপতি গার্গি নাহা, কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় সহ জেলার বিভিন্ন প্রান্তের নেতা নেত্রীরা৷ দেওয়ানদিঘী ফুটবল মাঠ থেকে মিছিল শুরু হয়ে সেহারাবাজারে শেষ হয়৷ মিছিল চলাকালে রাস্তার দুপাশে মানুষজন দাঁডি়য়ে থেকে তাদের শুভেচ্ছা জানাতে দেখা যায়৷ মিছিলে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো৷ অন্যদিকে একদা বামফ্রন্টের লাল দুর্গ খন্ডঘোষ ও গলসিতে বিজেপি এর আগেও খুব একটা সুবিধা করতে পারেনি৷ ভোটের পরিসংখ্যান তাই বলছে৷ সেই হিসাবে বিষ্ণুপুরের একটি বিধানসভা বর্ধমানের খন্ডঘোষ নিয়ে প্রায় হাল ছেডে়ছেন বলে সূত্রের খবর৷

বিষ্ণুপুর লোকসভা আসনের ভোট প্রচারে এবার শুরু থেকেই খন্ডঘোষ ব্লকে খুব একটা বড়ো ধরনের সভা, মিছিল করে নি বিজেপি৷ যদিও ওই লোকসভা আসনের অনান্য বিধানসভা এলাকায় বিজেপির হেভিওয়েট নেতাদের প্রচারে দেখা যায়৷ সেখানে বাদ যাননি খোদ নরেন্দ্র মোদী৷ এসেছিলেন অসমের হেমন্ত বিশ্বশর্মা থেকে শুরু করে অনান্যরা৷ খন্ডঘোষে এর আগে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ প্রচারে বের হলেও খুব একটা কর্মী সমর্থকদের দেখা মেলেনি৷ এটা নিয়ে দলের একাংশেরও ক্ষোভ রয়েছে৷ তবে এই ঘটনা গুলোকে খুব একটা আমল দেননি বর্ধমানের বিজেপি নেতা তথা রাজ্য কমিটির সদস্য প্রবাল রায়৷ তার মতে তৃণমূল কংগ্রেস এর দূর্নীতির প্রতিবাদে মানুষজন তাদের পক্ষে আছেন৷

এদিকে তৃণমূল কংগ্রেস এর প্রতিপক্ষ বিজেপির ঢিলেঢালা মনোভাব থাকলেও জেলার একটি বিধানসভাতে অতি সক্রিয় শাসকদল৷ প্রায় প্রতিদিনই খন্ডঘোষ ও গলসিতে প্রচার তুঙ্গে তুলেছে তৃণমূল কংগ্রেস৷ বুধবারও খন্ডঘোষ বাজারে সভা করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস৷ এই সভাতেও কর্মী সমর্থকদের ভিড় ছিল ভালোই৷ প্রার্থী সুজাতা মন্ডল এর রোড শো করার সময়েও তৃণমূল কর্মী সমর্থকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো৷

খন্ডঘোষ ছাড়াও পূর্ব বর্ধমানের গলসি – ২ ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েত এলাকা বিষ্ণুপুরের সঙ্গে যুক্ত৷ ওই সাত পঞ্চায়েতে কোন খমতি নেই তৃণমূল কংগ্রেসের ভোট প্রচারে৷ গত লোকসভা নির্বাচনে ফলাফলের নিরিখে তৃনমূল কংগ্রেস ওই সাত পঞ্চায়েতে কিছুটা হলেও এগিয়ে৷ তবে অনেকটাই এগিয়ে খন্ডঘোষে৷ ২০১৯ এর নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রায় ৩১ হাজার ভোটে এগিয়ে ছিল৷ এবার তা ছাপিয়ে যাবার চেষ্টায় একানাগারে চলছে প্রচার৷ এই দাবি করে তৃণমূল কংগ্রেস এর ব্লক সভাপতি অপার্থিব ইসলাম বলেন এবার প্রায় ৪০ হাজার ভোটে লিড পাবেন সুজাতা মন্ডল৷ আরেক নেতা তথা বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় এর দাবি মানুষজন তৃণমূল সরকারের কাজ দেখেই ভোট দেবেন৷ এই বিধানসভা এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতি গ্রামে ব্যাপক উন্নয়ন হয়েছে৷ আর সেই জন্য ভোটের বাক্সে ফলাফল তাদের পক্ষে যাবে বলে দাবি৷ তবে খন্ডঘোষ এলাকার এক স্থানীয় বিজেপি নেতা বলেন আমরা চাই অবাধ সুষ্ঠু নির্বাচন৷ তাহলেই তাদের দলের পক্ষে পাল্লা ভারী হবে৷