• facebook
  • twitter
Saturday, 21 September, 2024

প্যালেস্তাইনের সমর্থনে

প্যালেস্তাইনে বোমাবর্ষণ করে চলেছে ইজরায়েল৷ হাজার হাজার শিশু-নারী-অসহায় মানুষজন প্রাণ হারাচ্ছেন৷ রাষ্ট্রসংঘ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইজরায়েলের কাছে৷ তাতেও কর্ণপাত করছে না ইজরায়েল৷ আদানির যুদ্ধাস্ত্র বিক্রির স্বার্থে নরেন্দ্র মোদির ভারতও ইজরায়েলের বিরুদ্ধে আনা রাষ্ট্রসংঘের প্রস্তাবে ভোটাভুটি থেকে বিরত ছিল৷ আমেরিকার ভূমিকাও ক্রমশ সন্দেহজনক হয়ে উঠেছে৷ এরই মধ্যে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্যালেস্তাইনের সমর্থনে আন্দোলন চলছে৷ বিভিন্ন বিশ্ববিদ্যালয়

প্যালেস্তাইনে বোমাবর্ষণ করে চলেছে ইজরায়েল৷ হাজার হাজার শিশু-নারী-অসহায় মানুষজন প্রাণ হারাচ্ছেন৷ রাষ্ট্রসংঘ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইজরায়েলের কাছে৷ তাতেও কর্ণপাত করছে না ইজরায়েল৷ আদানির যুদ্ধাস্ত্র বিক্রির স্বার্থে নরেন্দ্র মোদির ভারতও ইজরায়েলের বিরুদ্ধে আনা রাষ্ট্রসংঘের প্রস্তাবে ভোটাভুটি থেকে বিরত ছিল৷ আমেরিকার ভূমিকাও ক্রমশ সন্দেহজনক হয়ে উঠেছে৷ এরই মধ্যে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্যালেস্তাইনের সমর্থনে আন্দোলন চলছে৷ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছে৷ অনেক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও ক্যাম্পাসে পুলিশ ডাকার ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হতে শুরু করেছেন৷

নিউইয়র্কে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলনরত ছাত্রদের সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করা নিয়ে আলোচনা শুরু করেছে৷ একই সঙ্গে সংশ্লিষ্ট পক্ষকে নিয়ে একটি টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে৷ টাস্ক ফোর্সই তদন্ত করবে ক্যাম্পাসে পুলিশ ঢোকার ঘটনার৷

গত শুক্রবারই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে ছাত্রদের দফায় দফায় সংঘর্ষ হয়৷ হিংসায় বেশ কয়েকজন ছাত্র আহত হন৷ ক্যাম্পাস থেকে পুলিশ শতাধিক ছাত্রকে গ্রেফতার করে৷ তার আগেই কর্তৃপক্ষ ক্যাম্পাসে কোনওরকমের আন্দোলন দেখলে ছাত্রদের ই-মেলে পুলিশ ডাকার হুঁশিয়ারিও দিয়েছিল৷

প্যালেস্তাইনের গাজায় ইজরায়েলি হামলায় নিহতের সংখ্যা বাড়ার সঙ্গেই একাধিক মার্কিন বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা আন্দোলনের তীব্রতা বাড়াতে শুরু করেছে৷ ছাত্রদের দাবি, গণহত্যায় যুক্ত ইজরায়েলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে৷ অনেক ইহুদি ছাত্রই এখন বিশ্ববিদ্যালয়ে যেতে ভয় পাচ্ছেন৷ তাঁদের আতঙ্কে রেখেছে আমেরিকায় সমানে বেড়ে চলা ইহুদি-বিদ্বেষ৷

শনিবার ভোরেই বস্টনের নর্থ ইস্টার্ন বিশ্ববিদ্যালয়েও বিশাল পুলিশবাহিনী ঢোকে৷ দুদিন আগেই ক্যাম্পাসে গাজায় ইজরায়েলি গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়৷ সমালোচনার মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলনকারীদের মধ্যে বাইরের লোক থাকার অভি‌ে.যাগ তোলে৷ ছাত্ররা যদিও সেই অভিযোগ সরাসরি খারিজ করে দেয়৷

ক্যালিফোর্নিয়ার স্টেট পলিটেকনিক ইউনিভার্সিটিতেও উত্তাল ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলনকারীদের ক্যাম্পাস খালি করে দেওয়ার সময়সীমা বেঁধে দিলেও প্রশাসনিক হুমকি অগ্রাহ্য করেই আন্দোলন চলছে৷ এছাড়া কলরাডোর ডেনভার বিশ্ববিদ্যালয়ের অরারিয়া ক্যাম্পাসসহ অনেক বিশ্ববিদ্যালয়েই ছাত্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে৷

শুধু আমেরিকাই নয়, গাজায় গণহত্যার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশের অজস্র উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র আন্দোলন শুরু হয়েছে৷ তীব্র ছাত্র আন্দোলনের কারণে প্যারিস ইনস্টিটিউট অব পলিটেকনিক্যাল স্টাডিজে অনলাইনে পঠনপাঠন চলছে৷ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ওই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেরই প্রাক্তন ছাত্র৷ অন্যদিকে পাকিস্তানের করাচিতে ‘নাগরিক অধিকার’ নিয়ে এক আলোচনাচক্রে ভাষণ দেওয়ার সময় জার্মানির রাষ্ট্রদূতকে বাধা দেওয়া হয়৷ গাজায় গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদীদের বিক্ষোভের মুখে তিনি তাঁর ভাষণ শেষ করতে পারেননি৷

বিশ্বজুড়ে প্যালেস্তাইনের সমর্থনে বিক্ষোভ-প্রতিবাদ ভিয়েতনাম যুদ্ধের কথা মনে করিয়ে দিচ্ছে৷ এই শহর কলকাতায় ‘তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম’ স্লোগান এখন একটু পাল্টে ‘প্যালেস্তাইন’ হয়ে গেছে৷ কলকাতাসহ ভারতের বিভিন্ন রাজ্যেও প্যালেস্তাইনের সমর্থনে সংবেদনশীল মানুষ সামিল হচ্ছেন প্রতিবাদ মিছিলে৷