ঘাটালের সুলতানপুর এলাকায় দশ দিন পানীয় জল বন্ধ ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের সুলতানপুর এলাকায় দশ দিন ধরে পানীয় জল বন্ধ। যার ফলে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। ওই এলাকায় সজল ধারা প্রকল্পে একটি পাম্প রয়েছে, বিদ্যুৎ বিল প্রায় ২ লক্ষ টাকা বাকি, তাই বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হয়েছে। যার ফলে সজল ধারা প্রকল্প থাকলেও বিদ্যুৎ না থাকায় ওই পাম্প থেকে পানীয় জল সরবরাহ করা সম্ভব হয়নি।
তাই ওই এলাকার বাসিন্দারা চরম পানীয় সংকটের মধ্যে পড়েছেন। যার ফলে গ্রামবাসীরা শনিবার পানীয় জল থেকে দশ দিন বঞ্চিত থাকায় ক্ষোভ প্রকাশ করেন। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কবে তারা পানীয় জল পাবেন তা নিয়ে চিন্তায় পড়েছেন ওই এলাকার বাসিন্দারা।