বার্ড ফ্লুয়ের দাপট ওড়িশায়,  ডিম-চিকেন আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করল বাংলা 

বার্ড ফ্লু (File Photo: IANS)

পড়শি রাজ্য ওড়িশা থেকে ডিম-চিকেন আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করল পশ্চিমবঙ্গ সরকার। এই নিষেধাজ্ঞা জারি থাকবে আগামী দুই সপ্তাহ। জানা গিয়েছে, পুরী-সহ ওড়িশার কয়েকটি জেলায় ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লুয়ের সংক্রমণ। ওড়িশার একাধিক জেলায় এভিয়ান ইনফ্লুয়েঞ্জার উপস্থিতি মিলেছে। বাংলায় ওড়িশার ডিম ও চিকেন দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, মূলত এই তিন জেলা দিয়ে রাজ্যে আসে। ফলে এই তিন জেলার পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শুরু হয়েছে নাকা চেকিংও।  
 
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, বার্ড ফ্লু নিয়ে বাংলায় ভয়ের কিছু নেই। পাশাপাশি এই রাজ্যে ডিম্ বা মাংস উৎপাদনের উপরও কোনওরকম নিষেধাজ্ঞা জারি করা হয়নি। কিন্তু বার্ড ফ্লু দ্রুত মুরগির মধ্যে সংক্রামিত হওয়ার কারণে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।  
 
প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গের প্রতিদিনের ডিমের চাহিদা মেটাতে মূলত অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা থেকে কয়েকশো লরি ডিম বাংলায় প্রবেশ করে।  ফলে ওড়িশার ডিম ও চিকেনের উপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় বাড়তে পারে দাম। তবে সেক্ষেত্রেও নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।  সংক্রমণ রুখতে  সীমান্তবর্তী এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।