কৃষ্ণনগরে অনির্দিষ্টকালের ধরনা শুরু

প্রতীকী ছবি (File Photo: iStock)

১০ ডিসেম্বর মানবাধিকার দিবসের দিন কৃষক সংহতি মঞ্চের নামে জেলা সদর কৃষ্ণনগর পাত্র মার্কেটের সামনে অনির্দিষ্টকালের জন্য নয়া কৃষি আইন বাতিলের দাবিতে ধরনা শুরু হল।

এসইউসি প্রভাবিত এই ধরনার উদ্বোধন করলেন কৃষিজ্ঞািনী ড. মৃদুল দাস। উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানশিক্ষক কমল দত্ত, তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জয়দেব মুখার্জি প্রমুখ।

ড. মৃদুল দাস বলেন, ‘অতিমারির সুযােগ কাজে লাগিয়ে কেন্দ্রের মােদি সরকার তিনটি কৃষিআইন লাগু করতে চাইছে। এই আইনে কৃষকরা আরও বেশি ঋণগ্রস্থ হয়ে পড়বে, মৃত্যুমিছিল বাড়বে। কৃষকদের পরিশ্রমে উৎপাদিত ফসল নিয়ে ব্যবসা করে কর্পোরেট সংস্থাগুলি কোটি কোটি টাকা মুনাফা লুটবে।