• facebook
  • twitter
Monday, 7 April, 2025

২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ১৪২৪ জন

করোনার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। আশঙ্কা ছিল রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা চলতি সপ্তাহে হাজার পেরোবে। বাস্তবে হলও তাই।

করোনার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। আশঙ্কা ছিল রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা চলতি সপ্তাহে হাজার পেরোবে। বাস্তবে হলও তাই।

বুধবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল দেড় হাজারের দোরগোড়ায়। শুধু দৈনিক আক্রান্তই নয় , দৈনিক সংক্রমণের হারও বেড়েছে অনেকটা।

সংক্রমণের হার ১০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। গত জানুয়ারি মাসে রাজ্যে শেষবার দৈনিক সংক্রমণের হার ১০ শতাংশের বেশি ছিল।

রাজ্যের দৈনিক করোনা সংক্রমণের হার রীতিমতো উদ্বেগজনক।উল্লেখ্য , গত ৫ ফেব্রুয়ারি রাজ্যে শেষবার হাজারের উপর দৈনিক আক্রান্ত নথিভুক্ত হয়েছিল।

ওইদিন আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৩৪৫ জন। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ২১ হাজার ২১৮ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা হয়েছে ১১ হাজার ১৭৬ জনের। দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ১২.৭৪ শতাংশ। রাজ্যে বর্তমানে কোভিডে আক্রান্তের সংখ্যাও বেড়ে ৫ হাজার ৮৮৫ জন।

News Hub