• facebook
  • twitter
Friday, 22 November, 2024

টাকার বিনিময়ে চাকরি পেয়েছে , এমন খবর থাকলে আমাকে জানান: দিলীপ

বিজেপির অন্যতম শীর্ষ নেতা দিলীপ ঘোষ ট্যুইট করে বলেন, কারও কাছে যদি অর্থের বিনিময়ে চাকরি পাওয়ার কোনও তথ্য থাকে তবে তা যেন তাঁকে ই মেল মারফত জানানো হয়।

নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম সারা রাজ্য। এমতাবস্থায় বিজেপির অন্যতম শীর্ষ নেতা দিলীপ ঘোষ ট্যুইট করে বলেন, কারও কাছে যদি অর্থের বিনিময়ে চাকরি পাওয়ার কোনও তথ্য থাকে তবে তা যেন তাঁকে ই মেল মারফত জানানো হয়।

দিলীপ ঘোষ ট্যুইটে বলেছেন, খড়গপুরের ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপূর্ব ঘোষের স্ত্রী রিঙ্কি ঘোষের বাতিল চাকরিপ্রার্থীদের তালিকায় রয়েছে। তিনি একটি প্রাথমিক স্কুলে চাকরি করেন।

এর পাশাপাশি, দিলীপ ঘোষ নাম জানিয়েছেন, যদি এমন কোনও তথ্য থাকে, যাঁরা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, সেই তথ্য তাঁকে যেন ই মেল মারফত জানানো হয়।

এদিকে খড়গপুরের কাউন্সিলর অপূর্ব ঘোষ সংবাদ মাধ্যমকে জানান, দিলীপ ঘোষের এই ট্যুইটের কোনও ভিত্তি নেই। কারণ যে ২৫৯ জনের চাকরি গিয়েছে, সেই তালিকায় তাঁর স্ত্রীর কোনও নাম নেই।

ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে যাঁরা এ ধরনের মন্তব্য করেছেন, তাঁদের বিরুদ্ধে খড়গপুর গ্রামীণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে একজন ক্ষমাও চেয়েছেন।