রাজ্য চাইলে শুক্রবার থেকেই লােকাল ট্রেন

প্রতিকি ছবি (Photo: iStock)

করােনার কারণে রেলের চাকা গড়াচ্ছে না। এই পরিস্থিতিতে লােকাল ট্রেন কবে চালু হবে, তা নিয়ে সংশয় রয়েছে নিত্যযাত্রীদের মধ্যে। বাংলায় আগামী ১৫ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত বিধিনিষেধ বহাল থাকছে।

কিন্তু তারপর কী হবে, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আমজনতার মধ্যে। কী ধরনের বিধিনিষেধ শিথিল করা হবে, নাকি যা ছিল, তাই বহাল থাকবে, তা নিয়েই দোলাচল রয়েছে সর্বস্তরের মানুষের মধ্যে।

শুক্রবার থেকে লােকাল ট্রেন চালু করা। যাবে কিনা, এ বিষয়ে রেলের সঙ্গে যােগাযােগ করা হলে, তারা জানিয়েছে, পুরাে বিষয়টি নির্ভর করছে রাজ্য সরকারের উপর। দক্ষিণ-পূর্ব রেলের জনসংযােগ আধিকারিক গীতা সরকার বলেন, ‘আমরা তৈরি রয়েছি। রাজ্য সরকার বললেই আমরা লােকাল ট্রেন চালাব। এর জন্য প্রস্তুতি সর্বস্তরে রয়েছে।’


উল্লেখ্য, অবিলম্বে লােকাল ট্রেন চালানাের জন্য রাজ্যকে ফের চিঠি পাঠিয়েছে রেল। কিন্তু এখনও রাজ্যের তরফে সবুজ সংকেত মেলেনি।