• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

সংক্রমণ বাড়লেই হটস্পট চিহ্নিত করে কনটেনমেন্ট ঘােষণা করতে হবে: নবান্ন

করােনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতে কঠোর বিধি নিষেধ অনেকটাই শিথিল করেছে রাজ্য।তবে গাছাড়া মনােভাব বরদাস্ত করবে রাজ্য।সে কারণেনতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।

নবান্ন (Photo:Twitter@AITCofficial)

করােনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতে আগেই কঠোর বিধি নিষেধ অনেকটাই শিথিল করেছে রাজ্য। তবে গাছাড়া মনােভাব বরদাস্ত করবে রাজ্য। সে কারণে মঙ্গলবার নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।

তাতে বলা হয়েছে জেলাস্তরের করােনা সংক্রমণের হটস্পট চিহ্নিত করে। প্রয়ােজনে কনটেনমেন্ট বা মাইকো কনটেনমেন্ট জোন ঘােষণা করতে হবে জেলা প্রশাসনকে। যাবতীয় করােনা পরিসংখ্যান বিস্তারিতভাবে সরকারকে দিতে হবে।

কোভিড পরিস্থিতির দিকে কড়া নজরদারি এবং নমুনা পরীক্ষার পর রােগীর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। রাজ্যের মুখ্যসচিব এইচ.কে দিবেদী বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছেন।

পুর এলাকা, পঞ্চায়েত এলাকা প্রধান এবং জেলাশাসকদের উপর বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে, বলা হয়েছে জেলার যে সব জায়গায় কোভিড সংক্রমণ বেশি সেখানে কনটেনমেন্ট জোন এবং মাইকো কনটেনমেন্ট জোন বলে ঘােষণা করা হােক।